Holy Tune presents Islamic Song : কোকিল কণ্ঠে মরমি গজল । Koto Janazar Porechi Namaj । Hujaifa Islam | Bangla Gojol 2020 is sung on Janaza Prayer . by listening this
Song : Koto Janazar Porechi
Singer : Hujaifa Islam
Lyric : Abdul Kadir Hawladar
Tune : Nazrul Islam
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Lyric
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।২
কোথা যে আছে আমারও তৈরি সাধা কাফন ।
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
আমার তরী বাধা আছে কোন সে খেয়া ঘাটে,
কোন মসজিদে এলাম হবে শোয়াবে শেষ খাটে ।২
কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন ।
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশের ঝাড়,
কোন সে মাটি কোন খানে ডাকেরে বারবার ।২
কোথায় যেন বর যাত্রী আছেরে চারজন ।
জানাজার পেড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কোথায় যে আছে আমারও তৈরি সাধা কাফন ।
জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ।
আপনার মতামত লিখুন