ইমান জাগানিয়া একটি গজল - Baby Najnin - মারতে যদি চাও - New Official Video 2023
Title : Marte Jodi Chaw
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
কষ্ট যদি দাও গো খোদা - সবর দিলে দাও
মারতে যদি চাও গো তুমি - এখন তুলে নাও
বান্দা তোমার নাদান জানি - তুমি তো মহান
সবার তুমি মুক্তিদাতা - যাও করে কল্যাণ
তোমার খেলা তুমি খেলো বোঝে সাধ্য কার
যাকে ইচ্ছা বানাও তুমি দেশেরী সরকার
জালিম কেন শাস্তি দেবে তুমি বলে দাও
মারতে যদি চাও গো তুমি এখন তুলে নাও
জানি মোদের চলার পথে আছে হাজার ভুল
তাই বুঝি আর কারো দোওয়া হচ্ছেনা কবুল
হেদায়াতের মালিক তুমি দাওনা হেদায়াত
নইলে মোরা তোমার কাছে পাবো না নাজাত
মুক্তির পথ মোদের তরে সহজ করে দাও
মারতে যদি চাও গো তুমি এখন তুলে নাও
যখন তখন আসছে গজব মোদের উপরে
কেউ হাসে কেউ কাঁদে আবার কে বোঝে কারে
শান্তি সবার যায় হারিয়ে আতঙ্কে কাটায়
মোদের তুমি মাফ করে দাও নবীর ওশিলায়
নজরুল বলে দোওয়া মোদের কবুল করে নাও
মারতে যদি চাও গো তুমি এখন তুলে নাও