গজল শুনে চোখে পানি রাখতে পারবেন না | Baby Najnin | কষ্ট


Title : Kosto

Artist : Baby Najnin 

Lyrics & Tune : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics :

কত মানুষ কত রকম কষ্ট নিয়ে ঘোরে 

কেউ চোখের জলে বুক ভিজায়ে 

কেঁদে কেঁদে মরে

কেউ জানেনা কার ঠিকানা কোথায় হতে পারে

কিসের আশায় কিসের নেশায় কিসের মোহে পরে


হৃদয় দেশে ভালোবেসে থাকতে চাই

জীবন খাতায় সেই কবিতায় পড়তে চাই

শান্তি সুখের চারিদিকের পাইতে চাই

পাখা মেলে আকাশ তলে উড়তে চাই

এমন জীবন চাই পেতে মন হাজার আয়োজন করে


হাওয়া মাটি আগুন পানি তোরে বানালো

লোভ লালসা কান্না হাসি সব ভরে দিলো 

সব কিছু তোর দিয়ে ভেতর ভবে পাঠালো

ঠিক মতো ঐ চললে তোর সব হবে আলো

যা হবার তাই হবেরে তোর যা আছে তকদিরে


পেলে খাবো নয় শুকাবো চিন্তা আমি করিনা

মালিক আমার আল্লা আছে নবী আমার সান্ত্বনা 

দুনিয়াকে তাই তুচ্ছ ভাবি দুনিয়া আমায় ছাড়েনা 

নজরুল বলে ত্যাগ করিলে কষ্ট কিছু থাকবেনা

বেবী নাজনীন তাই চিরদিন যায় গেয়ে সুরে সুরে

Baby Najnin
মাধবীলতা, মাধবীলতা কোথায় পেলে এই ঢং - মাধবীলতা । জাইমা নূর
ও আল্লাহ্‌ কালিমা নসীবে মোর দিয়ো লিরিক্স-Kalima Nosibe Mor Diyo
চীন আরব হিন্দুস্থান, নিখিল ধরাধাম লিরিক্স-Muslim Amar Nam - মুসলিম আমার নাম
সিয়ামের দিন হোক কিয়ামের রাত লিরিক্স-Siyamer din hok kiamater rat
কবরের আযাব যে এত কঠিন লিরিক্স- Koborer ajab je koto kothin lyrics
আমি রাজার প্রজা, থাকি সরল সোজা - সাইমুমের গান
জ্বলছে আগুন এ বুকজুড়ে মাশুক পাইবারও আশায় লিরিক্স-jolse agun a buk jhure lyrics
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান লিরিক্স-Allah Tumi Mohan
সুবহানাল্লাহ -মুনায়েম বিল্লাহ Subhanallah Gojol Munaem Billah
ও মোর আম্মিজান - O Mor Ammijan