মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video 2021
Title : Kobor Tomar Khobor Sune
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
কবর তোমার খবর শুনে চোখের পানি যায় ঝরে
সবি ছেড়ে কেমন করে থাকবো আঁধারে পড়ে
একা ঐ কবরে
দুনিয়াদারির রঙ তামাশায় কাটে আমার জীবন
সাথে ছিল স্বজন
যা ইচ্ছা তাই করি আমি ভেবে নিজের আপন
আমার মনের মতন
সময় হইলে যেতে হয় রে ভাবিনা কভু ওরে
সবি কিছু ছেড়ে
আমার যদি হয় রে কিছু সবাই ছুটে এসে
থাকতো ভালোবাসে
আমার চোখের পানি মুছে থাকতো পাশে পাশে
হাসি ফুটবে কিসে
কিন্তু যেদিন যাবো চলে কেউ যাবেনা সাথে রে
দেখবেনা কেউ ফিরে
এস এম নজরুল সারা জীবন সবার করে গেলে
নিজের সবি ভুলে
আজকে তারা কোথায় বলো কারো না দেখা মেলে
সুখে তোমার হাজার বন্ধু দুঃখের সাথী কেউ নাইরে
এটাই সবার হয় রে