নিজেকে চিনতে হলে অবশ্যই গজলটি শুনুন। Baby Najnin - খুবই দুঃখের গজল 


Title : Ki Bole Elam

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics 👇👇

কি বলে এলাম - কি করে গেলাম 

আমি কি বলে এলাম - কি করে গেলাম 

নেই তো আখেরের পুঁজি মন আমার...

সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া 

স্মরণ কি তারে করেছি 


মোর হাজারো ধান্দায় দিয়েছি সময় 

কাজের বেলায় সবি ফাঁকা 

চোখেতে ঘুম নাই মনেতে শান্তি নাই

শুধু কিসে হবে টাকা

তাই হারামে ডুবিয়া হকে না চলিয়া

দিয়েছি সবারে ফাঁকি মন আমার...

সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া 

স্মরণ কি তারে করেছি 


ওরে কত মোর ছিল হাজারো আপন

আজ বলো তারা কোথায় 

স্বার্থ যেই ফুরালো কোথায় সব হারালো

আর কারো দেখা না পাই 

মোর সুখেতে সবাই দুঃখেতে কেউ নাই 

ভুলেও মারেনা উঁকি মন আমার...

সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া 

স্মরণ কি তারে করেছি 


মোর খেলাতে ধুলাতে হাসি আর খুশিতে

ভোগ বিলাসে কাটে জীবন

ভাবিনা কোনোদিন যেতে হবে একদিন

তার কি করেছি আয়োজন 

কয় এস এম নজরুল ভেঙেছে আজ ভুল

নিরালায় তাই বসে কাঁদি মন আমার...

সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া 

স্মরণ কি তারে করেছি

Baby Najnin
নতুন ইসলামী সংগীত । Ami Chaina Bachte - Kalarab । Abu Rayhan And Mahfuzul Alam
ভাবতে যখন বসি দুচোখ বুজে লিরিক্স-Vabte Jokhon Bosi Lyrics
কারবালার সেরা গজল - Baby Najnin - কাঁদে আসমান জমিন - New Muharram Kalam
মরতেই হবে যখন লিরিক্স Mortei Hobe Jokhon Lyrics
আমি তোমার মতন আপন করে - জাইমা নূর
দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা-Duniya Ta Sundor sobuje gera
হে খোদা দয়াময় রহমান রহিম - জাইমা নূর
ছোটদের শিক্ষণীয় নতুন গজল। Poro Nurani। পড়ো নুরানি। Holy Tune। Bangla Islamic Song
কতো জানাযার পরেছি নামাজ-Koto Janajar porechi namaj
বন্যার করুন মর্মান্তিক গজল - Baby Najnin - একি বন্যা এলো - New Official Video