নিজেকে চিনতে হলে অবশ্যই গজলটি শুনুন। Baby Najnin - খুবই দুঃখের গজল
Title : Ki Bole Elam
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
কি বলে এলাম - কি করে গেলাম
আমি কি বলে এলাম - কি করে গেলাম
নেই তো আখেরের পুঁজি মন আমার...
সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া
স্মরণ কি তারে করেছি
মোর হাজারো ধান্দায় দিয়েছি সময়
কাজের বেলায় সবি ফাঁকা
চোখেতে ঘুম নাই মনেতে শান্তি নাই
শুধু কিসে হবে টাকা
তাই হারামে ডুবিয়া হকে না চলিয়া
দিয়েছি সবারে ফাঁকি মন আমার...
সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া
স্মরণ কি তারে করেছি
ওরে কত মোর ছিল হাজারো আপন
আজ বলো তারা কোথায়
স্বার্থ যেই ফুরালো কোথায় সব হারালো
আর কারো দেখা না পাই
মোর সুখেতে সবাই দুঃখেতে কেউ নাই
ভুলেও মারেনা উঁকি মন আমার...
সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া
স্মরণ কি তারে করেছি
মোর খেলাতে ধুলাতে হাসি আর খুশিতে
ভোগ বিলাসে কাটে জীবন
ভাবিনা কোনোদিন যেতে হবে একদিন
তার কি করেছি আয়োজন
কয় এস এম নজরুল ভেঙেছে আজ ভুল
নিরালায় তাই বসে কাঁদি মন আমার...
সব কিছু পাইয়া গিয়েছি ভুলিয়া
স্মরণ কি তারে করেছি