খুকুমনি সোনামনি ৪ | Baby Najnin | Khukumoni Sonamoni 4 | New Latest Gojol
Title : Khukumoni Sonamoni 4
Artist : Baby Najnin
Co-actress : Aayat Arif
Lyrics : SM Nazrul
Tune : Salil Chowdhury
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released: BN Official
Song Lyrics :
খুকু যাবে চাঁদের গাঁয়ে
মুক্তা মণি আসবে নিয়ে
এসোনা সবাই দাওনা সাজিয়ে
পক্ষিরাজের ঘোড়াকে নিয়ে
ঘুমের পরী থাকে যেথায়
বাঁজায় বাঁশী মধুর সানাই
চাঁদের দোলায় তারার মেলায়
ঝিলমিল করে আলো যে সাজায়
হাসিখুশির ঐ বসেছে বাজার
স্বপ্ন সুহানা রঙিন হয়ে
ঝর্ণা সাগর নদী নালা
রাস্তা খুকুর থাকবে যে খোলা
চাঁদের বুড়ি চরকা কেটে
খেতে দেবে ভরে যে থালা
বলবে রে সোনা আইনা রে আইনা
দুলব দোলাতে তোকে যে নিয়ে
মেঘেরা যায় ভেসে ভেসে
কে জানে কোন ঐ অজানা দেশে
সেই দেশেতে ঐ যাবে খুকু
যেথায় সবাই ভালো যে বাসে
নজরুল সেখানে প্রীতির বাঁধনে
দেবে সেথায় খুকুর বিয়ে