কেউ যদি অন্যায় করে | Baby Najnin | জীবন বদলে যাবার মত গজল | New Gojol 2022
Title : Kew Jodi Onnai Kore
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
কেউ যদি অন্যায় করে নিজ ভুলের ক্ষমা চায়
মাফ করে দিও তুমি তারে বিনা দ্বিধায়
কেউ যদি আঘাত দেয় কারো দিলে
জমজমের পানিতে মুছবেনা সে ধুলে
তাই আছে লেখা দেখি হাদিস কুরআন খুলে
বুঝে সুঝে বলো কথা যতদিন আছো দুনিয়ায়
হিসাব দিতে হবে একদিন কারো নেই তো রেহায়
জীবনে চলার পথে সবারই ভুল আছে
কাউকে মন্দ বলার আগে দেখ তুমি নিজেকে
ভুলে ভরা জীবন তোমার সবি পাবে খুঁজে
নিজেকে যে চিনতে পারে সেই তো জ্ঞানী হয়
কারো কষ্ট দেখলে তখন পাশে গিয়ে দাঁড়ায়
এস এম নজরুল হাজার কষ্ট মাথায় তুলে নিও
কষ্ট পেয়েও কারেও তুমি বদদোয়া না দিও
মাফ যদি ঐ করো তুমি হবে আল্লাহর প্রিয়
সুখে দুঃখে হাসি কান্নায় খুশি থাকো সর্বদায়
ভালো করলে ভালো পাবে মন্দের বদলা মন্দই হয়