কে সবার মূল | Suraiya Akter Saifa ft. Sara Moni | Ke Sobar Mul
Singers - Suraiya Akter Saifa & Sara Moni
Lyric - Yakub Al Hossain
Tune - Muzahid Zaman
Studio - @DivineStudioBD
Compose - Anu Mustafiz
Cinematography - CM Mamun
Camera Ass. - Abdullah Al Mamun
Edit & Color - Alam Morshed
GFX - Arafat Mahmud
Producer - Kulsum Akter & Sheikh Md Abdullah
Director - Alam Morshed
Bangla Lyric-
ঝলমলে তারা জ্বলে ফুটে কত ফুল
অনিয়ম নেই কারো নেই কোনো ভুল।
চন্দ্র ও কথা শুনে
মাস বলে গুনে গুনে
কার ইশারায় চলে কে সবার মূল ||
.
অতল সাগর মাঝে আছে কত মাছ
সবুজের সমারোহ ফলে ভরা গাছ।
কে ঝরায় বৃষ্টি
কে দিলো দৃষ্টি
কে ধরায় কাঁটা গাছে সুস্বাদের কুল ||
.
কার ইশারায় রোজ সন্ধ্যা আসে
স্নিগ্ধ শিশির কণা দূর্বা ঘাসে।
.
কার ইশারায় হাসে রবি প্রতিদিন
কার মহিমায় বাঁচে পশু-পাখি জ্বীন।
বৃক্ষ পাহাড় বনে
চেয়ে থাকি আনমনে
কার প্রেমে আছে সব ধ্যানে মশগুল ||