বাদাম বাদাম কাঁচা বাদাম | Baby Najnin | Kacha Badam | New Islamic Song 2021
Title : Viral Kaku
Artist : Baby Najnin
Camera : Asad Madani
Lyrics : Ashraful Islam
Tune : Bhuban Baddykor - Arif Sagar
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
ভাইরাল কাকু আজ বাদামের গান গেয়ে!
যুবকরা তাই শোনে দেখ কত মন দিয়ে!
যেন মিশে আছে তাতে সাত সুর সারগাম!
তালে মেতে নাচে সব ভরপুর হার দাম!
হায়রে ছেলের দল তোমাদের কীর্তি!
ফিউচারে দুখ ভরা আজ করো ফুর্তি!
অবশেষে মন বলে সালাম সালাম
সালাম সালাম ভাই হাজার সালাম
তোমাদের জানাই আমি হাজার সালাম!
খবরের শিরোনাম আজ যেন বহুদূরে!
ফেসবুক ইউটিউবে একটাই সার্চ করে!
আর কিছু জানবার নেই আজ প্রয়োজন!
জীবনের মূল্যটা হয়ে গেছে সাধারণ!
চোখের সব কালো পট্টি কেউ তা জানে না!
অল্পেতে খুশি হয় হারিয়েছে খাজানা!
হয় যদি লক্ষ্য জীবনের হুল্লোড়ে মাতবে।
আজ খুশি হয়ে যাও জিতে গেছো আগামীতে হারবে!
অবশেষে মন বলে সালাম সালাম
সালাম সালাম ভাই হাজার সালাম
তোমাদের জানাই আমি হাজার সালাম!