কে তুমি কি নাম তোমার - Baby Najnin - হৃদয়ছোঁয়া বাংলা গজল - Official Video
Title : K Tumi Ki Nam Tomar
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
কে তুমি কি নাম তোমার কোথায় তোমার বাড়ী
উপশ করে দিন দুপুরে জিকির যাচ্ছো করি
সওয়াল করে বারেবারে তবু না কয় কথা
ফুটে ওঠে দুই চোখেতে দারুন কষ্ট ব্যাথা
ইশারা করে আঙুল নাড়ে যাবো ঐ পারেতে
কিছু না চাই এই দুনিয়ায় আছি অপেক্ষাতে
আসবে কবে নিয়ে যাবে ডাকবে কাছে তারি
কে করে ঐ কারে সওয়াল দিচ্ছে কে তার জওয়াব
খিজির হলেন সওয়ালকারী জবাব দিচ্ছে নবাব
বলকেরী বাদশা তিনি নাম ইব্রাহিম আদম
সব কিছুকে তুচ্ছ করে গোলামির দিল দাম
খোদার উপর একিন রেখে দেয় অজানায় পাড়ি
নজরুল তোমার সবি খবর জানে তোমার আল্লাহ্
আমল করো বুঝে সুজে পড়ে কালামুল্লা
লোভ লালসায় যে ডুবে যায় সব কিছু সে হারায়
আল্লা নবী ছাড়া দামী নেই কিছু দুনিয়ায়
এসো সবাই প্রশংসা গাই তার তরিকা ধরি