সাপ্তাহিক ঈদের গান | জুময়া | Jumuah Song | يوم جمعة | Friday Song | Jummah Mubarak |Saimum New Song
জুময়া | Jumuah
কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: আব্দুস শাকুর তুহিন
-------------------------------------
****** লিরিক্স ******
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে
আসুন সবাই মাসজিদে যাই বেহেস্ত নেই কিনে
বরকতেরই রহম বিলায় আলোর হাসির মতো
আরাফাতের মিলন মেলা ডাকছে অবিরত
সাপ্তাহিকী হজের সওয়াব লুটাবো এই দিনে
জুমআ মানে গুণাহ মাফের ক্ষণ
খুতবাহ শুনে দিনের পথে যায় এগিয়ে মন
খুতবা শুরু হওয়ার আগেই হাজির হওয়া চাই
খুতবা শুরুর পরে গেলে বাড়তি সওয়াব নাই
ঈদের মতো খুশির ঝিলিক ছড়াবো এই দিনে।