গান: জন্ম যদি হতো

শিল্পী: মাহজুবা মুহান্নি ইজাফা

কথা ও সুর: আবুল কাশেম

অ্যালবাম: ভোরের পাখিরা

পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

জন্ম যদি হত মোদের

রাসূল পাকের কালে

আহা রাসূল পাকের দেশে

মোদের তিনি কাছে টেনে

চুমু দিতেন গালে

আহা কতই ভালবেসে ॥


কেউ চড়তাম কাঁধে নবীর

চড়তাম পিঠের পরে

ঘুরিয়ে দিতেন সত্যিকারের

ঘোড়ার মত করে

গল্প ছলে ভাল কথা

শুনিয়ে দিতেন কত

আহা সবার কাছে এসে ॥


তাকে সালাম দেবার আগে

সালাম দিতেন মোদের

খেতে দিতেন যা আছে তাই

আদর করে রে

ঈদের দিনে হট্টগোলে

মত্ত করলে পাড়া

তিনি দেখে যেতেন এসে ॥

আগুন লেগেছে মনে লেগেছে জীবনে - আবু উবায়দা
মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা Ma- go Nawshad Mahfuz
প্রিয় বাবা লিরিক্স-prio baba lyrics
তাঁর ভালোবাসা লিরিক্স - Tar Valobasha jodi pete chao Lyrics - আফিফা হাসান রাফা
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি লিরিক্স-Deshke Valobasi Lyrics
প্রভু, শুকরিয়া জানাই লিরিক্স-Shukriya janai Lyrics
সুবহানআল্লাহ লিরিক্স-Subhanallah Gojol Gazi Anas Rawshan
আল-কুরআনের বাতি মোরা লিরিক্স-Al quraner bati mora
কেমনে যাবো সোনার মদিনা - Kemne Jabo Sonar Madina
মন জুড়ানো একটি হামদ - Baby Najnin - রাব্বে কাবা - নিউ গজল