Holy Tune presents Islamic Song : কোকিল কন্ঠে দেশের গজল । Jonmo Amar Dhonno Holo । জন্ম আমার ধন্য হল । Hujaifa Islam
Song: jonmo amar dhonno holo
Singer: Huzaifa Islam
Lyric: Naim Gahar
Tune: Azad Rahman
Record Label: Holy Tune Studio
Sound Design: Tanjim Reza
Video: Abu Taher
Lyric
জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি,
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো আমায়-
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি পাখীর গানের মত,
তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত,
তুমি আমার, তুমি আমার খেলার পুতুল,
আমার পাশে থাকো মাগো।
তোমার প্রেমে তোমার
গন্ধে পরান ভরে রাখি
এই তো আমার জীবন মরণ
এমনি যেন থাকি
বুকে তোমার, বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো আমায়
জাগিয়ে দিও নাকো মাগো।।