যদি কেউ তোমার হৃদয় ভেঙে দেয় | Baby Najnin | Jodi Keu Tomar Hridoy Venge Dei | Heart Touching Gojol
Title : Jodi Keu Tomar Hridoy Venge Dei
Artist : Baby Najnin
Lyrics: SM Nazrul
Tune: Kalyanji Anandji
Audio : Baby Najnin
Video: Asad Madani
Thumbnail: Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
যদি কেউ তোমারী হৃদয় ভেঙে দেয়
কষ্টে দুচোখে পানিই ভরে যায়
মনে হলে প্রিয় এসো ফিরে দ্বার আমার খোলা
খোলাই থাকিবে তোমারী তরে
আমি স্রস্টা তোমার তুমি সৃষ্টি আমার
ভালোবেসে সবি দিয়েছি উপহার
চারিদিকে সবি সবুজে রাঙানো
মনের মত করে সাজানো গুছানো
যদি কেউ তোমাকে বন্ছিত করে
কষ্টে বুকেতে ব্যাথায় যদি ভরে
আগুন পানি হাওয়া সবার তরে
সবি দিলাম ভরে দেখ মাটি চিরে
যা কিছু তোমার থাকবে প্রয়োজন
মালিকানা দিলাম তুমিই তো মহাজন
তবুও যদি কেউ তোমাকে মারে
কেড়ে নিয়ে সবি ফেলে দেয় দূরে
যা তুমি চেয়েছ তার বেশী পেয়েছ
বিনিময় কি আমায় বলনা দিয়েছ
আপন আপন করে যাদের চেয়েছ
আজ তারা কোথায় ভেবে কি দেখেছ
এস এম নজরুল যদি তৌবা করে
চোখে নিয়ে পানি ডাকে বারেবারে