Jazakallah Bangla Islamic Song By Kalarab

Title: Jazakallah 

Lyric, Tune & Singer: Ahmod Abdullah

Associate Voice: Muhammad Badruzzaman & Abu Rayhan 

Sound Design: Joynul Abedin Ekatto 

Recordist: Mahfuzul Alam 

Record Label: Holy Tune Studio 

Video Director: Farhad Ahmed

RBT Service By: Bright Solution Multimedia


বাংলা লিরিক 


তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের

তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের

তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে ভেড়াও

তুমি হতাশ বুকের মাঝে সুআশার দীপ জ্বেলে বেড়াও

তোমার এ গুণগুলো সবচে ভালোবাসেন আল্লাহ...

জাযাকাল্লাহ - জাযাকাল্লাহ


কোনো মানুষ, দুমুঠো ভাত যার জোটে না

দরিদ্রতায়, বিপদে অভাবে সে কেঁদে মরে

মুখ ফোটে কভু বলে না...

তুমি তার চোখে চোখ রেখে

দেখেছো পাথর বুকে সয়ে আছে কতোটা দুখ

তুমি বুকে জড়িয়েছো তারে

যে বেড়েছে অনাদরে

ভাবোনি তো সে ছোটলোক

তোমার এ দিল খোলা গূণকে ভালোবাসেন আল্লাহ...

জাযাকাল্লাহ - জাযাকাল্লাহ


কেউ বুকে লাত্থি ঠুকে কভু কেউ ভুল বুঝে

দূরে সরে নিন্দা ছড়ায়

অকারণে কেউ ক্ষতি কেউ বিদ্বেষে ব্রতী

সরলতা নিয়ে কেউ তোমাকে ঠকায়


তুমি ঘৃণা দিয়ে নয় তবু হৃদয়ে হৃদয় রেখে মুছে ফেলো যতো ভুলকে

তুমি প্রতিশোধ নিয়ে নয় ক্ষমা দিয়ে সুন্দর করে তুলো যতো দোষকে

মানুষকে ভালোবাসায় সবচে খুশি হোন আল্লাহ...

জাযাকাল্লাহ -জাযাকাল্লাহ

Holy Tune