Holy Tune presents Islamic Song : সময়ের সেরা নতুন গজল | Ishq E Nabi Jindabad | ইশকে নাবী জিন্দাবাদ | Kalarab | Holy Tune | Bangla Islamic Song   


Song: Ishq E Nabi Jindabad 

Singer: Sayed Ahmad, Muhammad Badruzzaman & Ahmod Abdullah 

Lyric: Saif Siraj 

Tune: Ahmod Abdullah 

Record Label: Holy Tune Studio 

Sound Design: Tanjim Reza 

Video Director: H Al Haadi 

Asst: Director: Abu Bakar Siddik


ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ


ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ...


আমার মনের ভুবন জুড়ে, উঠল যখন চাঁদ

তারার মিছিল chorus ধরে বললো মুহাম্মদ

আমার মনের ভুবন জুড়ে, উঠল যখন চাঁদ

তারার মিছিল chorus ধরে বললো মুহাম্মদ

ঝিঝির দোলেও দরুদ সুরে

নামলো খুশি রাত দুপুরে

ঝিঝির দোলেও দরুদ সুরে

নামলো খুশি রাত দুপুরে

সেই খুশিতে জাগলো ধরা

চললো ক্ষমার পরম পরা

মনের আকাশ আরলো মনে

দূর মাদিনার চাঁদ


ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ


ও...

ইশকে নাবী...


রক্ত কনায় দফায় দফায় উঠে শিহরণ

মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন

আকুল সুরে শিল্পী কবী

গাইলে প্রেমের নাতে নাবী

আকুল সুরে শিল্পী কবী

গাইলে প্রেমের নাতে নাবী

মন হয়ে যায় পাগল পারা

নামায় দু-চোখ আস্রু ধারা

দীল পরিবেশ দরুদ সুরে চায় দিদারের সাধ


ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ


ইশকে নাবী...


ভোরের বাতাস বইলে বলি, সালাম নিয়ে যাও

ফিরতি পাখির কাছে বলি, রওজার সুবাস দাও

আমার বোকা আবদার তাই

আকাশ থেকে সান্তনা পাই

আমার বোকা আবদার তাই

আকাশ থেকে সান্তনা পাই

মায়ার নাবীর হাত হতে কাল

আবেহায়াত পাবে কপাল

হৃদয়ে chorus ওঠে ইশকে নাবী জিন্দাবাদ


ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী, ইশকে নাবী, ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

ইশকে নাবী জিন্দাবাদ

Holy Tune