গান:  হৃদয়ের তুলি | HRIDOYER TULI

কথা: নূরুজ্জামান শাহ

সুর: জুলকার নাইন

পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী


-------------➤ লিরিক্স ➤--------------

হৃদয়ের তুলি যেখানেই রাখি

একটাই রঙ আসে-

আঁকা হয়ে যায় লাল-সবুজের

পতাকাটা অনায়াসে।।


ভায়ের রক্ত ঘাসের চাদরে

এখনো ছড়ায় ঘ্রাণ

প্রতি পদে পাই জেগে আছে ওরা

নীল কমলের প্রাণ

আমার চোখের তারায় আজো তো

তাঁদেরই স্বপ্ন ভাসে।।


দোয়েলের গান কোয়েলের সুর

হিজলের ঘন ছায়

ঘুমিয়েছে ওরা পরম আদরে

এ মাটির মমতায়!


এই তুলি ছুঁলে চোখের নদীতে

নামে বেদনার বান

গেয়ে ওঠে সব সাগরের ঢেউ

বাংলাদেশের গান

এক আখরেই ফুটে শত ফুল

মালা হতে ইতিহাসে।। 

----------------------------------------------------------------------------------------------------

কোরাস কণ্ঠে দেশের গান | হৃদয়ের তুলি | HRIDOYER TULI | DESHER GAN | BANGLADESH | SAIMUM | সাইমুম | 4K


Saimum Shilpigosthi Official
রক্তে কেনা বাংলা আমার লিরিক্স- Rokte kena bangla amar lyrics.
পারবিনে তুই রাখতে রোজা লিরিক্স- Parbine Tui-Humayra Afrin Era
ফুলের মতো গড়বো জীবন করবো ভালো কাজ লিরিক্স-Fuler moto gorbo Jiban Lyrics
তোমরা থাকো খুব আরামে যে দালানের পাচ তলাই লিরিক্স-Tomra Thako Khub Arame
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস লিরিক্স-Roja Mane Noyto Sudhu Thaka Upobas
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
পথশিশুদের নিয়ে গান । Bondho Duar । খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার
কেউ যদি অন্যায় করে-Kew Jodi Onnai Kore
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai
মহরমের সেরা ডুয়েট গজল - Baby Najnin & Arif Sagar- J Dilete Hussaine Prem