Holy Tune presents Islamic Song : যেমন কণ্ঠ তেমনই সুন্দর । Hotam Jodi Nam Na Jana Ful । হতাম যদি নাম না জানা ফুল । Ahmadullah Siam
Song : Hotam Jodi Nam Na Jana Ful
Singer : Ahmadullah Siam
Lyric : M Kamruzzaman
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Faruk Tahir
lyrics.
হতাম যদি নাম না জানা ফুল
কিংবা যদি হতাম নদীর কূল
হতাম যদি অচিন কোন তারা
অদেখা কোন গহিন ঝর্ণাধারা
হতাম যদি নাম না জানা ফুল
কিংবা যদি হতাম নদীর কূল
হতাম যদি অচিন কোন তারা
অদেখা কোন গহিন ঝর্ণাধারা
কোন কিছুই হতোনা মোর প্রভুর ইচ্ছে ছাড়া,
প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া।
হতাম যদি নাম না জানা ফুল
কিংবা যদি হতাম নদীর কূল
হতাম যদি অচিন কোন তারা
অদেখা কোন গহিন ঝর্ণাধারা
হতাম যদি আমি কোন পাখি,
উঠত জেগে নামাজি -
মোর শুনে ডাকাডাকি
হতাম যদি আমি কোন পাখি,
উঠত জেগে নামাজি -
মোর শুনে ডাকাডাকি
সেই নামাজীর তাসবিহ শুনে হতাম পাগল পারা,
হতাম পাগল পারা
হতাম যদি নাম না জানা ফুল
কিংবা যদি হতাম নদীর কূল
হতাম যদি অচিন কোন তারা
অদেখা কোন গহিন ঝর্ণাধারা
কোন কিছুই হতোনা মোর প্রভুর ইচ্ছে ছাড়া,
প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া।
হতাম যদি নাম না জানা ফুল।
হতাম যদি আমি জলের ঢেউ,
মিশে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ।
হতাম যদি আমি জলের ঢেউ,
মিশে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ।
রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা
হতাম আপন হারা।
হতাম যদি নাম না জানা ফুল
কিংবা যদি হতাম নদীর কূল
হতাম যদি অচিন কোন তারা
অদেখা কোন গহিন ঝর্ণাধারা
কোন কিছুই হতোনা মোর প্রভুর ইচ্ছে ছাড়া
হতাম যদি নাম না জানা ফুল