New Official Video 2023

ছোটদের মজার শীতের গান - হিম কুয়াশার শীত নেমেছে - Suraiya Akter Saifa & Sara Moni I Him Kuyashar Shit

Singers - Suraiya Akter Saifa & Sara Moni

Lyric - Hossain Noor

Tune - Masud Rana

Studio -  @DivineStudioBD 

Compose - Anu Mustafiz 

Cinematography - CM Mamun 

GFX - Saad Al Amin

Producer - Kulsum Akter & Sheikh Md Abdullah 

Director - Faisal Ahmed Sirazi


Lyric - 

হিম কুয়াশার শীত নেমেছে

সবুজ ঘাসের গা'য়।

একটু ছুঁয়ে দেখতে তারে

মনটা ব্যাকুল হায়।

মিষ্টি রোদের লুকোচুরি

মোহনীয় সুর মাধু্রী

মনের কোণে খেলা করে

এসে নিরালায়।

উড়ে উড়ে যায়রে এ মন

সুরে সুরে গায়,

আনমনে ঠিক মেতে থাকে

রবের প্রশংসায়।


ধুম লেগেছে  ঘরে ঘরে

পিঠাতৈরির ধুম,

উঠোন বসে নিচ্ছে কেউ

উষ্ণ রোদের উম।

গোলাপ,গাঁদার পাপড়ি ভেজে

শিশিরও কণায়||


দাদুর সাথে আজকে সবার

বসেছে আসর,

 প্রিয়নবীর গল্প শুনে

মন হলো মুখর।

ভরলো সবার হৃদয়খানি

মধুর তারানায়।


কথা: হোসাইন নূর

আমার নবীর ভালোবাসা -Amar Nabir Valobasa