New Official Video 2023

Holy Tune presents Islamic Song : ঈমান জাগানিয়া নতুন গজল । Hayre Imanwala । হায়রে ঈমানওয়ালা । Ahmod Abdullah । Kalarab । Holy Tune   

Song : Hayre Imanwala

Lyric Tune & Singer : Ahmod Abdullah

Record Label : Holy Tune Studio

Video Director : Faruk Tahir

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

Lyric 


আজ না হলে কাল তো হবে দীনের পথে চলা 

এই ভাবনায় কাল আসেনা হায়রে ইমান ওয়ালা

আজ না হলে কাল তো হবে দীনের পথে চলা 

এই ভাবনায় কাল আসেনা হায়রে ইমান ওয়ালা

হাত গলে যায় সুযোগ সময় ওযুর তোমার ওযুর 

হাত গলে যায় সুযোগ সময় ওযুর তোমার ওযুর 

মন ছুটে না শুনে তোমার হাইয়া আলাস সালাহ

হায়রে ইমান ওয়ালা, হায়রে ইমান ওয়ালা

হায়রে ইমান ওয়ালা


মিছে মিছি অযুহাতে লাজ লাগে না তোমার 

নাওতো নছিব হতে পারে সিজদা তে নওয়াজ 

মিছে মিছি অযুহাতে লাজ লাগে না তোমার 

নাওতো নছিব হতে পারে সিজদা তে নওয়াজ 

খুব জমেছো নবছির প্রেমে, নবছির চলা বলা 

মন ছুটে না শুনে তোমার হাইয়া আলাস সালাহ

হায়রে ইমান ওয়ালা, হায়রে ইমান ওয়ালা

হায়রে ইমান ওয়ালা


গরি-মসি দ্বীনি কাজে লাখ ওনীহা কারো

কাল ও হতে পারে তোমার জানাযা দাফন 

গরি-মসি দ্বীনি কাজে লাখ ও নীহা কারো

কাল ও হতে পারে তোমার জানাযা দাফন 

দিন চলে যায় রঙ তামাসায় বন্ধ মনের তালা 

মন ছুটে না শুনে তোমার হাইয়া আলাস সালাহ

হায়রে ইমান ওয়ালা, হায়রে ইমান ওয়ালা 

হায়রে ইমান ওয়ালা


আজ না হলে কাল তো হবে দীনের পথে চলা 

এই ভাবনায় কাল আসেনা হায়রে ইমান ওয়ালা

হাত গলে যায় সুযোগ সময় ওযুর তোমার ওযুর 

মন ছুটে না শুনে তোমার হাইয়া আলাস সালাহ

হায়রে ইমান বালা , হায়রে ইমান বালা 

হায়রে ইমান ওয়ালা , হায়রে ইমান ওয়ালা

হায়রে ইমান ওয়ালা

Holy Tune