New Official Video 2023

খুব কষ্টের একটি গজল - Baby Najnin -  গরিবের কান্না - New Official Video 2021


Title : Goriber Kanna

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Tune : Collected

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics 👇👇


হায় কেউ ফিরে দেখেনা গরীবের এই কান্না 

তার কষ্ট দেখে দুঃখ কারো হয় না


বড়লোকের কত খাবার নষ্ট হয়ে যায় 

সেই খাবার নিয়ে দেয়রে ফেলে পচা নর্দমায়

গরীবকে এই বাড়তি খাবার যদি দিয়ে দিত

ফেরেস্তারা আমল নামায় সওয়াব লিখে দিত

মুখে বলি ধর্ম কথা গরীবে দিই গো ব্যাথা

বাইরেটা দেখি মোরা ভেতরটা কেউ দেখিনা


ধনী হল এই সমাজের বাবু মহাশয় 

হাজার অন্যায় করলেও তাহার বিচার হবেনায়

আর একটুখানি জ্বর হলে তার সবাই ছুটে আসে

আর সবার চিন্তা এ রোগ সারবে বল কিসে

কাজ কাম ফেলে সবাই কাছে কাছে থাকে সবাই

সবাই দেয় টাকার সম্মান অন্য কিছু বোঝেনা


গরীব যদি না খেতে পায় লোকে দেখে হাসে

আর বিপদে কেউ ছুটে গিয়ে দাঁড়াই না তার পাশে

কেশে কেশে মরে গরীবএকটু পানির তরে 

দেখে তারে মুখ ফিরায়ে সবাই যায় সরে

গরীবের চোখের পানি খোদার কাছে অনেক দামি

মূল্য যে দেবে ইহার দোজখ তারে ছোঁবেনা


এস এম নজরুল গরীব হয়ে মরতে আমি চাই

দুনিয়ার এই বালাখানার পাগল আমি নই

সাড়ে তিন হাতের বেশী ঐ কিছু না আর পাবো

মোর আমল নামায় মানব সেবায় পূর্ন নিয়ে যাবো

তাই বেবী নাজনীন বলে মূল্য দিও তুচ্ছ হলে

কার মাঝে ঐ কি ভেদ আছে এ তো সবার অজানা

Baby Najnin
বালাগাল উলা বি কামালিহি | Balagal Ula Bi Kamalihi lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
আঁধার এ দুনিয়ায় তুমি ছাড়া নাই কোন আলো লিরিক্স-Adhar e Duniyay Lyrics
নতুন ইসলামী সংগীত । Priyo Banda । প্রিয় বান্দা | Arif Arian Kalarab
প্রতিটি মুমিনের রক্ত কনিকায় লিরিক্স-Soibona Nobir Opoman Lyrics
ইয়া সাইয়্যেদী | Ea Sayedee | Nawshad Mahfuz
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Dile Jar Premer Abad। দিলে যার প্রেমের আবাদ। Sayed Ahmad Kalarab।Gojol
রোজার মজা যে পেয়েছে - Rozar Moja J Peyeche
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা লিরিক্স-Ami Khudro Tai Lyrics
একদিন আমি মানুষ ছিলাম লিরিক্স -Ekdin Ami Manush Chilam
আল্লাহ তুমি অপরুপ না জানি কত সুন্দর গজল লিরিক্স-allah tumi oporup na janina ko sundor | Maria Binte Sakur