Holy Tune presents Islamic Song : হৃদয় ছোঁয়া গজল । Gorecho Tumi Ei Prithibi Jahan । গড়েছ তুমি এই পৃথিবী জাহান । Sayed Ahmad
Song : Gorecho Tumi Ei Prithibi Jahan
Singer : Sayed Ahmad, Salman Sadi, Abir Hasan, Rifat Rahman & Sifat Rahman
Lyric & Tune : Kawsar Ahmad Suhail
Record Label : Holy Tune Studio
Sound Design : Tanjim Reza
Video Director : Abu Bakar Siddik
Lyric
গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান।(২বার)
তুমি পৃথিবীর পালনকারী
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।(২বার)
এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দূর আকাশের তারায় তারায়।(২বার)
আঁখি দুটি মোর যায় হারিয়ে
হৃদয় ছড়ায় তার অনুভতি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।(২বার)
এই পৃথিবীর বিশালতায়
ঐ পাহাড়ের ঝর্ণা ধারায়।(২বার)
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে
হৃদয়ে তোমার ছবি আঁকি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।(২বার)
গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান।(২বার)
তুমি পৃথিবীর পালনকারী
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।(২বার)
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি…