ধন্য মানব জনম | Baby Najnin | বড় পীরের সানে অসাধারন মানকাবাত | New Ghous pak Gojol 2021
Title : Dhonnyo Manob Jonom
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
ধন্য মানব জনম - পাই যদি পাক কদম
বড় পীর জিলানী ও মোর গওসুল আজম
হজ করে হাজী হতে চায় না গাজী
খুশি কি আছে আর যদি হও রাজী
হলেও সে পাপী পেয়ে যাবে মাফি
কল্বে যদি ঐ তোমারে জপি
মোর আকা করে দেয় যদি নাজরে কারাম
নামাজী খোঁজে নামাজের সেজদায়
মৌলানা খোঁজে কেতাবের খাতায়
শরাবী খোঁজে শরাবের পেয়ালায়
আশিক খোঁজে প্রেমের খেলায়
তুমি আছো ছুপে এ দিলেতে সানাম
ভালো আর মন্দ কিছুই বুঝিনা
আমি এক আশিক পিয়ারী দিওয়ানা
পিয়ার সানে তাই এ কালাম গেয়ে যাই
মাহফিলে মাহফিলে কত ভালোবাসা পাই
এস এম নজরুল জানেসেই যোগাবে এ দম