নতুন ইসলামী সংগীত । Fulke Boli Ami । ফুলকে বলি আমি । New Islamic Song
Song : Fulke Boli Ami
Singer : Fazle Elahi Sakib, Rifat & Sifat
Lyric : Saeed Usman
Tune Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Lyric
ফুলকে বলি আমি, কই পেলে ঘ্রান?
কই পেলে এতো রূপ সুরভিত প্রাণ
ফুল বলে রূপ ঘ্রান আল্লাহরই দান
তিনি তো মহান, তিনি মহান
ফুলকে বলি আমি
বলো বলো ও কোকিল কই পেলে সুর
কে দিলো তোমাকে কন্ঠ মধুর
কোকিল বলে এই যে তাঁরই ইহসান
তিনি তো মহান, তিনি মহান
ফুলকে বলি আমি
কই পেলে এতো আলো, ওরে চাঁদ তারা
ওঁরা বলে সবই তার রূপের ইশারা
তাঁর রূপে মহিমায় সাজে দু-জাহান
তিনি তো মহান, তিনি মহান
ফুলকে বলি আমি
ওগো নদী কই পেলে এতো কলতান
নদী বলে এ তো সেই আল্লাহরই গান
তাঁর নামে গান গায় যমীন ও আসমান
তিনি তো মহান, তিনি মহান
আপনার মতামত লিখুন