কিশোর শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় গান | ফেরেশতারা নিমেষহারা | FERESHTARA NIMESHHARA | SAIMUM | সাইমুম


গান: ফেরেশতারা নিমেষহারা
কথা: আবু তাহের বেলাল 
সুর: আমিনুল ইসলাম 
অ্যালবাম: জীবন নামের ছোট্ট ঘুড়ি
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

ফেরেশতারা নিমেষহারা
তোমার প্রেমের পাগলপারা
মাতোয়ারা বৃক্ষ তরু
সাগর নদী ঝর্ণাধারা ॥

দূর আকাশের চন্দ্র তারা
যখন তোমার পায় ইশারা
অমনি প্রেমে হয় যে বিভোল
হয় যে আকুল দিশেহারা ॥

আমার মত অধম যারা
ভুল পথে রয় কেবল তারা
নেয় না মুখে তোমার কালাম
পাপে তাপে হয় যে সাড়া।

তোমার নামে পড়–ক সাড়া
উঠুক জেগে ঘুমের পাড়া
আমার প্রাণেও জাগার সাহস
দাও ছড়িয়ে হিসেবে ছাড়া ॥
Madina Madina I শ্রুতিমধুর গজল I Students of Kalarab Sylhet
আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
একটি বছর পরে আবার লিরিক্স- Ekti bochor pore abar lyrics
সিয়ামের দিন হোক কিয়ামের রাত লিরিক্স-Siyamer din hok kiamater rat
ওই খুটিহীন নীল আকাশ ভুবন মাঝে লিরিক্স- khuti hin nil akash lyrics
Zameen Meli Nahi Hoti Zaman Mela Nahi Hota। Qari Abu Rayhan। Heart Touching Naat 2022
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক্স- Roja tar kemon hole Allah khusi hoy lyrics
রাত গহীনে ঘুম ভেঙে যায় যদি যদি নামে দুচোখ বেয়ে বেয়ে - Khoma | ক্ষমা | Jaima Noor | জাইমা নূর
আম্মু তোমার মতো কেহ নাই । Ammu Tomar Moto Keho Nai Lyrics
বন্ধু তুমি নেমেছো কোন পথে | Bondhu | Bangla Song |