রাজিয়া রিশা ও বেবী নাজনীনের রমজানের তোলপাড় করা ডুয়েট গজল | Elo Mahe Ramzan |এলো মাহে রমজান গজল ২০২২
Title : Elo Mahe Ramzan
Artist : Baby Najnin & Rajiya Risha
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio : SMN Studio
Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics :
রমজান মুবারক রমজান মুবারক
রমজান মুবারক রমজান মুবারক
এলো মাহে রমজান হার মোমীনের ঘরে
সবাই করো এহতেরাম কেউ থেকোনা দূরে
রোজার এমনই জাজা হালকা হয় পাপের বোঝা
নূরী জাজবাতে তার ঈমান হয়রে তাজা
নূরী ফুল ফুটে যায় এ দিলের আঁধারে
ওঠে আল্লাহ ধ্বনি হৃদয়ের গভীরে
রোজা জান্নাতী সওগাত রোজা রহমাত ও বরকাত
রোজার শান নিরালা পূরন করে হার চাহাত
যে হয় সাচ্চা মোমীন সে রোজা পালন করে
রোজার বদলা খোদা নিজেই দেয় যে তারে
তোমার যা কিছু চায় চেয়ে নাও রোজার বদলায়
এমন সুযোগ তুমি ছেড়োনা অবহেলায়
যাদের ভাগ্য ভালো তারা পেল তকদিরে
পাব কি পাবোনা আগামী বছরে
এস এম নজরুল তুমি হবে সবার দামী
রোজা বদেল দেবে তোমার জিন্দেগানী
রাজিয়া রিশা বলে জীবন থাকতে ওরে
রোজা করোনা কাজা মরন এলেও পরে