শিশুদের ঈদের নতুন গজল । Elo Eidul Azha । এলো ঈদুল আযহা
Song : Elo Eidul Azha
Singer : Sakib, Galib, Khalid, Mamun & Nasrullah
Lyric : Saeed Usman
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Lyric
এলো ঈদুল আযহা এলো
এলোরে কুরবানী ২ বার।
সবার মনে জেগেছে তা,, ২ বার।
ত্যাগেরই সুর বানী_
( এলো ঈদুল আযহা এলো _
এলোরে কুরবানী ) ২ বার।
(ইব্রাহীমের ত্যাগের মাঝে প্রভুর
প্রেমের শিক্ষা আছে) ২
( সেই সেই ত্যাগের রংয়ে এসো _) ২ বার।
রাংগাই জীবনখানী।
( এলো ঈদুল আযহা এলো _
এলোরে কুরবানী ) ২ বার।
( কুরবানীতো দেবো সবাই-মনের
পশু করবো জবাই) ২
( প্রভুর তরে সাজিয়ে যাব) ২ বার
আমার যিন্দেগানী।
( এলো ঈদুল আযহা এলো _
এলোরে কুরবানী ) ২ বার।
( বিলাবো সব রবের তরে _
একলাসে মন যাক না ভরে)২
( কুরবানীটা প্রভুর কাছে -) ২ বার
কবুল হবে জানি।
( এলো ঈদুল আযহা এলো _
এলোরে কুরবানী ) ২ বার।
( সবার মনে জেগেছে তাই _) ২ বার।
ত্যাগেরই সুর বানী_
( এলো ঈদুল আযহা এলো _
এলোরে কুরবানী ) ২ বার।
আপনার মতামত লিখুন