একটি নাত বলি সবারী জন্য - Ekti Naat Boli sobari jonno
Title : Ekti Naat Boli
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
একটি নাত বলি সবারী জন্য
নবীর প্রেমে শুনলে জীবন হবে ধন্য
শোনার মতো শোনো যদি নাতে নবী
দিলের মাঝে শান্তি ফিরে আসে সবি
সঠিক পথের পাবে দিশা সহি পথে হবে গন্য
একটি নাত বলি সবারী জন্য
সুরে এমন মধু ভরে দেয় আল্লাহ্
হুর পরীদের ভিড়ে দেখি সেই জিল্লা
এমন যাদু এমন সুধা সুরে সবাই হয় প্রসন্ন
একটি নাত বলি সবারী জন্য
আশিক হলে ইস্কের মজা সেকি জানে
কষ্টের কথা রাখে চেপে মনে প্রাণে
সবর ধরে থাকে পড়ে সবার কাছে হয়ে নগন্য
একটি নাত বলি সবারী জন্য
এস এম নজরুল রাসুল প্রেমে থাকো ফিদা
নবী খুশি হলে রাজি হবে খোদা
নবীর গোলাম বড়ই ইনাম নয়রে অতি সে সামান্য
একটি নাত বলি সবারী জন্য