বন্যার করুন মর্মান্তিক গজল - Baby Najnin - একি বন্যা এলো - New Official Video

Title : Eki Bonna Elo

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics 👇👇

একি বন্যা এলো সবি ভাসিয়ে দিলো

ভিটে বাড়ি সব কিছু কোথায় হারিয়ে গেল

একি বন্যা এলো সবি ভাসিয়ে দিল

কান্নায় বুক ভেসে যায় 

আশ্রয় পাবো কোথায় 

নিরূপায় আজ অসহায়

ঠাঁই নেই এই দুনিয়ায়


সাজানো গোছানো মোদের ছিল হাসি খুশি জীবন

সুখে দুঃখে পাশে থেকে ছিলাম কত মোরা আপন

দেখতে দেখতে কালের বন্যা সবি খেয়ে নিলো


বাঁচা মরা সমান মোদের আর বেঁচে কোনো লাভ নাই

ওগো আল্লা দাওনা বলে বান্দা তোমার বড়ই অসহায়

তুমি ছাড়া নেই সাহারা যাবো কোথায় বলো


এস এম নজরুল দৃশ্য দেখে 

মুখের ভাষা হারিয়ে ফেলে

কত মানুষ ভেসে গেছে জানি এ বন্যার জলে

কে রাখে কার হিসাব বলো সবি এলোমেলো

Baby Najnin
ঈদুন সাইদ । Eidun Saeed । Jaima Noor
বিতাড়িত শয়তান থেকে পয়লা পানাহ চাই । সিয়ামের পুঁথি । জাইমা নূর
ঐ মিনার থেকে মধুর সুরে ডাকছে মোয়াজ্জিন লিরিক্স-Salat Gojol Lyrics
ও নদী তুমি বইছো কেনো লিরিক্স-O Nodi Tumi Boicho Keno
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে | Adhar Seshe lyrics | Abdullah Al Noman | Saimum | সাইমুম
আল্লাহ তুমি দয়ার সাগর লিরিক্স- Allah tumi dyar sagor lyrics.
প্রতিদিন কেটে যায় মাগো তুমি বীনে লিরিক্স-protidin kete jay mago tumi bine lyrics.
ইয়া সাইয়্যেদী | Ea Sayedee | Nawshad Mahfuz
ঈমানের সুরভী মেখে লিরিক্স-Shahru Ramadan
আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসা আর মায়া মমতায় Maa Gojol Mahmud Faysal