ঈদের নতুন নাশীদ ২০২৩ || ঈদের খুশির রঙ লেগেছে || Eider Khushir Rong Legeche || Humayra Afrin Era
Song: Eider Khushir Rong Legeche
Artist: Humayra Afrin Era
Lyrics: Salah Uddin Siddik
Tune: S M Moinul Islam
Co-Artists: Sabiha, Raisa, Soha & Rifa
Sound Design & Video Direction: Tanvir Khan
Song Direction: Hasnahena Afrin
Producer: Abdul Awal
Presented By: Hasnahena Afrin Official
Full Lyrics
-------------------
দূর আকাশে শশী হাসে
ঐ যে হাসির ঝিলিক
আজ পৃথিবীর পান্থশালায়
পড়ছে খুশির হিড়িক।
ঈদের খুশির রঙ লেগেছে
আজ সকলের প্রাণে
ঈদের খুশি...
ঈদ মোবারক ঈদ
জানাই গানে গানে।।
মৌমাছি মন নাচন নাচন
মেলছে পেখম হাজার
খুশির মোড়ক দেয় বিলিয়ে
মুকুট পড়ে রাজার।।
সুরেলা সুর কন্ঠে তুলে
গান ধরে গুলশানে।।
ঈদের খুশির রঙ লেগেছে আজ সকলের প্রাণে।।
ঈদ মোবারক ঈদ জানাই গানে গানে।।
আজ খুশি ভাগ সব অনুরাগ
বিলাই গভীর প্রেমে
সকল ফারাক সঙ্গে হারাক
বন্দী হই এক ফ্রেমে।।
ঈদের মতন ঝন ঝনাঝন
বাজনা বাজুক দিলে
শত বছর পার হয়ে যাক
এমন মধুর মিলে।।
এপ্রেম প্রীতির বন্ধন অটুট
থাকুক লক্ষ্য পানে।।
ঈদের খুশির রঙ লেগেছে আজ সকলের প্রাণে।।
ঈদ মোবারক ঈদ জানাই গানে গানে।।