কোরবানির চমৎকার একটি গজল - Baby Najnin - ঈদ উল আযহা মোবারক
Title : Eid Ul Adha Mubarak
Artist : Baby Najnin
Lyrics & Tune : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
আয় রে সবাই খুশি মানাই
ঈদ উল আযহার দিনে সবাই
দুঃখ ব্যাথা সবি ভুলে
হাতটি ধরে মিলে গলে
একসাথে নামাজ করবো আদায়
আয় রে সবাই খুশি মানাই
ঈদ উল আযহার দিনে সবাই
আল্লা যাদের দিয়েছে ধন
দেখবে তাদের ঐ মনটা কেমন
তারা পশুকে কুরবানী দেবে
গরীবের মুখে হাসি ফোটাবে
কষ্টের মাঝে দুঃখ যে রয়
হেসে হেসে সব সইতে হয়
কুরবানী এমন করোনা ভাই
দেনা পাওনা কেউ রেখোনা
গরীব বলে তুচ্ছ ভেবনা
আমরা সবাই বান্দা খোদার
ঠিক রেখ তাই দাঁড়ি পাল্লার বিচার
কে জানে কখন আসবে শমন
কোথায় কে জানে হবে মরন
তাই সঠিক রেখ হিসাবের খাতায়
এস এম নজরুল তোর হাজারও ভুল
এক এক করে দিতে হবে মাশুল
তোর যা দায়িত্ব পালন করে যা
বেড়ে না যায় তোর পাপের বোঝা
বেবী নাজনীন আসবে সেদিন
খবর রাখে রব্বুল আলামীন
মনের বিচার করবে দয়াময়