New Official Video 2023

কান্না চলে আসার মত হৃদয় বিদারক গজল | Dur Shohore Pore Achi Ma | দূর শহরে পড়ে আছি মা | Rifat Rahman

Song: Dur Shohore Pore Achi Ma 

Singer: Rifat Rahman 

Lyric: Shamim Kaysar

Tune: Muhammad Badruzzaman 

Record Label: Holy Tune Studio 

Sound Design: Khizir Muhammad

Video Director: Abu Bakar Siddik


লিরিক্সঃ 


জ্ঞান সাধনায় দূর শহরে পড়ে থাকি মা 

তুমিহীনা সময় আমার শুধুই বেদনা  (2)


তোমার স্মৃতি জোনাক জলে বুকের গহীন

পারছিনা আর দিন ফুরাতে মাগো তুমি হীন ( 2)


ইচ্ছে করে উরে আসি হয়ে উড়াল পাখি

একটা পলক দেখি তোমায় মা বলে ডাকি (2)


তোমার কথা মনে হলে 

বুকে উঠে চিন,,,, 


পারছিনা আর দিন ফুরাতে মাগো তুমি হীন

একলা আমার ঘুম আসে না রাত্রে জেগে রই 

তোমার স্মৃতির সাথে মাগো কত কথা কই 


অনুভবের আঁচল মুখ মুছে প্রতিদিন 

পারছিনা আর দিন ফুরাতে মাগো তুমি হীন (3)


পাঠে আমার মন বসে না তোমায় মনে পড়ে 

দিল বেদনা দু চোখ হতে অশ্রু হয়ে ঝরে (2) 


ছুটির আশায় মাগো আমি  (2)

Holy Tune