Holy Tune presents Islamic Song : কলরবের সাড়াজাগানো গজল । Olama Tolaba । Kalarab Shilpigosthi । Bangla Islamic Song 2020  is sung on Spiritual Wisdom . by listening this 

Song : Olama Tolaba 

Singer : Sayed Ahmad, Muhammad Badruzzaman, Omar Abdullah & Abir Hasan

Lyric : Eliyas Bin Majhar

Tune : Muhammad Badruzzaman

Sound Design : Mahfuzul Alam

Record Label : Holy Tune Studio

Video Director : H Al Haadi


Lyric 


দুজাহানে আমরা সেরা, উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা ২


ওলামা তলাবা, ওলামা তলাবা,

আমরা ইলমে নববীর নূরানী সে আভা ২


আমরা ইলমের উত্তরসূরী, আম্বিয়া রসূলের

সেনানী সিপাহী আমরাই যেন শতাব্দী ও যুগের ২


আমরাই জ্বালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে

আমরাই আনি আঁধার কেঁটে জীবনের আলো জ্ঞানে

যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন

বুকের রক্তে করি বারেবার অবসান নিরসন


দুজাহানে আমরা সেরা, উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা


রক্তচক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভ​য়

সদা ছিনা টান, করে উঁচু শির, ছিনিয়ে আনি জ​য় ২


দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন

সর বাক্যে বিপ্লবী হাত করেছি উত্তোলন

জোজন জোজন জান করে দান গুটিয়েছি শয়তান

যাদের জুলুম ও নির্যাতনে দেশ ছিলো ক্ষয়


দুজাহানে আমরা সেরা, উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা


কেউ যদি চায় মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম

তবুও আমরা পিছপা হই না, দিতে হোক পয়গাম ২


আমরা শিক্ষা শান্তির প্রতি করে যাই আহবান

দেখো তাহযীব আর তামাদ্দুনে আমাদের অবদান


দুজাহানে আমরা সেরা, উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

উলামা তালাবা,উলামা তালাবা

আমরা ইলমে নববীর নূরানী সে আভা

Holy Tune