বাপ গুনে বেটা মা গুনে বেটি - Baby Najnin - মারাত্মক একটি গজল - Official Video
Title : Dekho Vebe Mon
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
বাপ গুনে হয় বেটা যেমন - মা গুনে হয় বেটি
মাটি গুনে ফল হয় তেমন ঠিক হলে পরিপাটি
দেখো ভেবে মন আমার এ বচন
বাপ যদি হয় মাতাল শারাবী লুচ্চা জুয়ারী
তার নাপাক খুনে তৈরী হবে জোচ্চোর চিটারী
রক্তের ধারায় প্রমাণ করে দেয়
জানবে এ কোন প্রজাতি
মাটি গুনে ফল হয় তেমন ঠিক হলে পরিপাটি
মা যদি হয় সত্যবাদী থাকে আল্লার ভয়
হক পথে সে জীবন যাপন করে সবসময়
সেই মায়ের মেয়ে জানি কোনোদিন হয়নারে অসতী
মাটি গুনে ফল হয় তেমন ঠিক হলে পরিপাটি
এস এম নজরুল হাজার প্রমাণ আছে দুনিয়ায়
মা বাপ যদি না হয় ভালো কষ্ট পেতে হয়
সুশিক্ষা দাও সুশিক্ষা নাও
তবে জ্বলবে রে প্রেমের বাতি
মাটি গুনে ফল হয় তেমন ঠিক হলে পরিপাটি