Holy Tune presents Islamic Song : মাকে নিয়ে তাক লাগানো গজল | Chole Gecho Tumi Ma | চলে গেছো তুমি মা | Jahidul Islam Shawon, Ma Song
Song: Chole Gecho Tumi Ma
Singer: Jahidul Islam Shawon
Lyric & Tune: Salim Sany
Record Label: Holy Tune Studio
Video: Faruq Tahir
Islamic Songs , Bangla Islamic Songs Lyrics, Bangla Islamic Songs
চলে গেছো তুমি মা, আমাকে ছেড়ে
তোমার বিরহে, কাঁদি বারে বার
একা একা দুচোখে, ঘুম আসে না
তোমার খোকাকে, কে দিবে আদর-২
শূন্য এ ঘর, বড় হাহাকার-২
মা মা ডেকে যাই কেন আসো না
ও মা, ও মা, ও মা…
ছোট মনে অনেক আসা নিয়ে
হাজারো স্বপ্ন চোখে পথ চলা।
হাটাৎ কোথায় হারিয়ে গেলে
ভুখের জমানো কথা হয়নি বলা
অভিমানি বুকে বাঁধি
নিরবে একাকি কাঁদি
অভিমান বুকে বাঁধি
নিরবে একাকি কাঁদি
মা মা ডেকে যাই, কেন আসো না
‘ও মা, ও মা, ও মা…’২
আমায় ফেলে তারা দেশে,
কেমন করে তুমি করো বসবাস।
কথা ছিলো কাছে রবে,
তবে কেন ছেড়ে গেলে আমারি পাশ।
‘নির্ঘুম রাত গুলো পুরায় সৃতি ধুলো-২
মা মা ডেকে যাই, কেন আসো না
‘ও মা, ও মা, ও মা…