চোকলখোরের গোনা - Baby Najnin - সুপার ডুপার হিট গজল - New Official Video 2023
Title : chokolkhorer gona maf nahi hoy
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Camera : Asad Madani
Audio & Video Editing : Baby Najnin
Released : BN Official
Song Lyrics 👇👇
চোকলখোরের গোনা মাফ নাহি হয়
তাদের ঠিকানা দোজখে কোরআনে কয়
তাদের কোনো এবাদাত কবুল নাহি হয়
তাদের ঠিকানা দোজখে কোরআনে কয়
নবী বলেন সাহাবিরা শুনে নাও
যদি সত্যিই জান্নাতী হতে চাও
একে অন্যের গোপনীয় বিষয়
একে অন্যকে বলা ছেড়ে দাও
কারো কিছু না জেনে না বুঝে
অপবাদ কেউ দিওনা কাহারে
অন্যকে কষ্ট দিলে ভাই একদিন
কাঁদতে হবে যেন ঐ তোমারে
তাই তওবা করে নাও রাখো দিলেতে ভয়
তাদের ঠিকানা দোজখে কোরআনে কয়
যত নবী ওলি জ্ঞানী গুনী
পড়ে দেখে নাও তাদের জীবনী
তাদের কথায় কেউ কষ্ট না পেত
তাই পেলো খোদার মেহেরবানী
তুমি নিজেই পাপী তাই পাপী মনে হয়
তুমি অন্ধ ভালো মন্দ চিনবে কি হায়
যে একে অন্যের গীবত না করে
মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে
আল্লাহ্ এমন মানুষের উপরে
পদে পদে রহমত নাজিল করে
এস এম নজরুল তাই বলে ভেবে দেখ ভাই
কারো গীবত করে কেউ নাহি বড় হয়