New Official Video 2023

চোকলখোরের গোনা - Baby Najnin - সুপার ডুপার হিট গজল - New Official Video 2023

Title : chokolkhorer gona maf nahi hoy

Artist : Baby Najnin 

Lyrics : SM Nazrul 

Camera : Asad Madani 

Audio & Video Editing : Baby Najnin 

Released : BN Official 

Song Lyrics 👇👇


চোকলখোরের গোনা মাফ নাহি হয়

তাদের ঠিকানা দোজখে কোরআনে কয়

তাদের কোনো এবাদাত কবুল নাহি হয়

তাদের ঠিকানা দোজখে কোরআনে কয় 


নবী বলেন সাহাবিরা শুনে নাও

যদি সত্যিই জান্নাতী হতে চাও

একে অন্যের গোপনীয় বিষয় 

একে অন্যকে বলা ছেড়ে দাও 

কারো কিছু না জেনে না বুঝে 

অপবাদ কেউ দিওনা কাহারে

অন্যকে কষ্ট দিলে ভাই একদিন 

কাঁদতে হবে যেন ঐ তোমারে

তাই তওবা করে নাও রাখো দিলেতে ভয়

তাদের ঠিকানা দোজখে কোরআনে কয় 


যত নবী ওলি জ্ঞানী গুনী 

পড়ে দেখে নাও তাদের জীবনী

তাদের কথায় কেউ কষ্ট না পেত

তাই পেলো খোদার মেহেরবানী

তুমি নিজেই পাপী তাই পাপী মনে হয় 

তুমি অন্ধ ভালো মন্দ চিনবে কি হায়


যে একে অন্যের গীবত না করে

মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে 

আল্লাহ্ এমন মানুষের উপরে

পদে পদে রহমত নাজিল করে

এস এম নজরুল তাই বলে ভেবে দেখ ভাই

কারো গীবত করে কেউ নাহি বড় হয়

Baby Najnin
তুমি রহমান তুমি মেহেরবান - Tumi Rohman | Jaima Noor
মাহে রমজান তোমাকে সালাম-Mahe Ramzan Tomake Salam
শুধু কাগজে লিখিনি নাম তোমার লিরিক্স-Priyo Muhammad Lyrics
আল্লাহ তুমি অপরূপ লিরিক্স-Allah tumi oporup lyrics
আলী মাওলা আলী মাওলা আলী দাম দাম - Ali Mola Ali Mola Ali Dam Dam
মনটাকে কাজ দিন-Montake Kaj Din lyrics
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad
পথশিশু নয় ওরা ফুলশিশু লিরিক্স -Potho Shishu Gojol Lyrics
ও আল্লাহ্‌ কালিমা নসীবে মোর দিয়ো লিরিক্স-Kalima Nosibe Mor Diyo
রক্তমাখা বর্ণমালা লিরিক্স - ROKTOMAKHA BORNOMALA Lyrics