Holy Tune presents Islamic Song : নতুন ইসলামিক গজল 2021 । Nobir Ruper Alo । নবীর রূপের আলো । Rifat, Sifat & Shaown । Kalarab
Song : Nobir Ruper Alo
Singer : Rifat Rahman, Sifat Rahman & Jahidul Islam Shaown
Lyric : Saeed Usman
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Shoikot Reza
Lyrics
চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
তাইতো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো
চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
তাইতো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো
ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে
তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে
ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে
তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে
সেই আলো চাই আমার বুকে মনে সে চাঁদ জ্বালো
আল্লাহ, মনে সে চাঁদ জ্বালো
চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
তাইতো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো
চাঁদ তোমার বসতবাড়ি যে আকাশের বুকে
সে আকাশও নীল হয়েছে তার বিরহে ধুঁকে
ও চাঁদ তোমার বসতবাড়ি যে আকাশের বুকে
সে আকাশও নীল হয়েছে তার বিরহে ধুঁকে
তার বিরহে অগ্নিদহন আমার মনে ঢালো
আল্লাহ, আমার মনে ঢালো
চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
তাইতো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো
চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
তাইতো তোমার আলো আমার লাগে এত ভালো
লাগে এত ভালো, লাগে এত ভালো
লাগে এত ভালো