বাচ্চাদের ঘুম পাড়ানোর গজল😴 | Baby Najnin | খুকুমনি সোনামনি ৩ | KhukuMoni Sonamoni 3 Gojol
Title : Khukumoni Sonamoni 3
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Hemant Kumar
Audio & Video : Baby Najnin
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Label : BN Studio
Song Lyrics :
চাঁদের বুড়ি চরকা কাটে চাঁদেরই দোলায়
খুকুমণি যাবে সেথা যা নিয়ে সবাই
খুকুমণি সোনামনি সোনামনি খুকুমণি
হীরা মুক্তা সোনা চাঁদি পাথর দিয়ে বাঁধানো
রাজমহলের মত খুকুর ঘরটা রেখো সাজানো
পরীর মত হেসে খুকু বেড়াবে সেথায়
ফুলে ফুলে যাবে ভরে সারা বাগিচায়
ঘুম পাড়ানি মাসি পিসি এসো সবাই চলে
খুকু আমার রাগ করেছে ঘুম যাবেনা বলে
গান শুনিয়ে আদর দিয়ে সবাই বলে যায়
মন্ডা মিঠাই পিঠে পুলি দেবো যে তোমায়
এস এম নজরুল লিখে দিল খুকুমনির নাম
সবাই দেবে ভালোবেসে সোনামনির দাম
চর্চা হবে সবার মুখে কথায় কথায়
সবার দোয়া থাকবে জেনো তোমারি মাথায়