শিশু কণ্ঠে চমৎকার ইসলামি গান | বুলবুলি  | Bulbuli Tui | Shahi & Rafi | Saimum Kids Song | সাইমুম

গান: বুলবুলি 

কথা: আনওয়ারুল ইসলাম
সুর: গোলাম মাওলা 
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

বুলবুলি তুই কোথায় পেলি 
মন মাতানো এমন সুর 
আকুল হৃদয় ব্যকুল করিস
কার সে নামে দিন দুপুর ।। 

কার আদেশে মিষ্টি গানে
জাগাস দোলা রিক্ত প্রাণে
তাই বুঝি তুই সে নাম জপে
মনের আধার করিস দুর ।।

আল্লাহ তুমি মাখলুকাতের স্রষ্টা
মরণ কালে আহসান দিও
ক্ষমা করে কাছে নিও
ওগো মহান দ্রষ্টা ।।

সাজ সকালে বারে বারে 
ঝড় তুলে যাস সুর বাহারে 
ঐ নামে তে উথলে ওঠে 
পরান নদী সমুদ্দূর।। 
ওরে মায়ের মতোন এতো আপন কোথাও পাবেনা- ore Maayer moton ato apon kothao pabena
কে মোর আপন - K Mor Apòn
রিম ঝিম ঝিম বর্ষা | RIM JHIM JHIM BORSHA | RAINY SONG lyrics
রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া । নুসাইবা জাহান নিসার গান। Nusaiba Jahan Nisa
মাহে রমজান মাহে রমজান-Mahe Raman Mahe Raman
এই ধরণীর স্রষ্টা যিনি | Ei Dhoronir Srosta Jini lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
হৃদয় ছোঁয়া মায়ের গজল I O Ma Amar I ও মা আমার
নীল আসমান সবুজ পৃথিবী লিরিক্স-Neel Asman Sobuj Prithibi Gojol
শবে বরাত নতুন গজল। Shobe Borat Elo। শবে বরাত এলো। Kalarab। Holy Tune। Shabe Barat ২০২৪
বারাকার নদী যেন মাহে রামাদান। জাইমা নূর । Barakar Nodi । Jaima Noor