রবিউল আওয়ালের স্পেশাল চমক | Baby Najnin & Arif Sagar | প্রিয় নবীর নাম | New Rabi Ul Awwal Naat 2022
Title : Boroi Modhur Lage Amar
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Iqbal Hussain
Audio :SMN Studio
Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
বড়ই মধুর লাগে আমার প্রীয় নবীর নাম
আরো বেশী লাগে ভালো দরুদ ও সালাম
দরুদ সালাম নবীর দরুদ সালাম
আল্লাহুম্মা সাল্লেআলা সাইয়েদিনা মুহাম্মাদিন
আল্লাহুম্মা সাল্লেআলা সাইয়েদিনা মুহাম্মাদিন
আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ
বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মাদ
আমি মালিক সারা সৃষ্টি জুড়ে
বন্ধু মোর রহমাত সবার তরে
সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম
তার উপরে বর্ষিত হয় আমারি সালাম
আমারি সালাম জেনো আমারি সালাম
আল্লাহ মোর নবীকে বানালো সরকার
নিজ হাতে উম্মাতকে পিলাবেন কাওসার
কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায়
নবীর সুপারিশে পাবে সব রেহায়
আদম হতে ঈশা মুশা আম্বিয়া তামাম
সবার মুখে নারা হবে আমার নবীর নাম
আমার নবীর নাম সেদিন আমার নবীর নাম
সুখ শান্তি বলো কোথায় পাবে
শান্তি পায় সে যে প্রেমে ডোবে
নবী নবী করে যে হয় মগন
কেটে যাবে সুখে তারই জীবন
এস এম নজরুল এই দুনিয়ায় চায়না কোনো দাম
ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম
নবীজির গোলাম হলে নবীজির গোলাম