সাইমুম শিল্পীদের কণ্ঠে আহ্বানমূলক গান
বন্ধু | BONDHU
কথাঃ আব্দুল আলীম
সুরঃ গোলাম মাওলা
-------------------------------------
****** লিরিক্স ******
বন্ধু তুমি নেমেছো কোন পথে
হয়তো যাবেনা কেউ তোমার সাথে
হয়তো ফিরাবে কেউ অন্য পথে
এ পথে একাকি চলতে থাকা
এ পথ হবে কন্টকে ঢাকা
মসৃন নয় তবু যেতে হবে
মাঝ পথে সঙ্গী পেয়ে যাবে
রবের নামে আসবে সবাই
মিলিত হবে একসাথে
লক্ষ তোমার হবে মহত্তর
পাছে লোকে যে যাই বলুক
সাহসী হৃদয়ে সামনে চলো
বাধার পাহাড় সে যাই আসুক
খালিদ তারিকের ঝান্ডা তোমার
হাতে তুলে নিতে হবে
ন্যায়নীতি শান্তির পথে
অবিরাম চলতে হবে
তাগুত তাড়িত হবে
লড়বো সত্য পথে