Song : Bondho Duar

Singer : Fazle Elahi Sakib

Lyric : Mohim Mahfuz

Tune : Muhammad Badruzzaman

Record Label : Holy Tune Studio


খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত

নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২)

খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার.........


আজও ওরা পাইনি,ঘরেরও ঠিকানা, জানেনা জীবনের মানে,

স্বপ্ন ও দেয়না, ধরা ওদের চোখে, শুধুই ক্লান্তি ডেকে আনে,

ওদের চোখে দাওনা মেখে, স্বপ্নের সোনালী আলো।


ওরা জানেনা মায়ের মমতা, কেমন বাবার আদর, জানেনা তো প্রাণ খুলে হাসতে, পারেনা মানুষ হয়ে বাঁচতে


ওরা হাসতে শিখুক, ওরা বাঁচতে শিখুক, আজ হোক এই প্রত্যয়,

পথশিশু নয়, ওরা মহান মানুষ, এই হোক বড় পরিচয়


ওরা তোমাদের ভাই, তোমাদের বোন, আমাদের প্রিয়জন

তুমি যদি বাঁচো, বাঁচবে ওরা, নাও আজ এই মহাপণ


খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত

নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২)

খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার..

Holy Tune
নাম মুহাম্মাদ বোল রে মন নাম আহমদ বোল - জাইমা নূর
মাওলানা Maulana (English version) | (Cover) Jaima Noor
তোমার নামে যদি গান গাওয়া হয় Iqbal HJ & Ataul Osmani
তওফিক দাও খোদা লিরিক- taofik dao khoda lyrics
Sami Yusuf - You Came To Me LYRICS -সামি ইউসুফ এর গজল
সাইমুমের দুই ক্ষুদে শিল্পীর কণ্ঠে বাবা গান-২ | বাবা সপ্ত-সমুদ্দুর | BABA SHOPTO SHOMUDDUR | SAIMUM
হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Dile Jar Premer Abad। দিলে যার প্রেমের আবাদ। Sayed Ahmad Kalarab।Gojol
ভুলতে পারিনা বলতে পারিনা- Vulte Parina bolte parina
মৃত্যুকে স্মরণ করে হৃদয়স্পর্শী মরমী গজল - Baby Najnin - কবর তোমার খবর শুনে - Official Video
মন জুড়ানো একটি কাসিদা ।। Baby Najnin - ওগো মোর পীর দস্তাগীর - New Gous Pak Qasida