Song : Bondho Duar
Singer : Fazle Elahi Sakib
Lyric : Mohim Mahfuz
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত
নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২)
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার.........
আজও ওরা পাইনি,ঘরেরও ঠিকানা, জানেনা জীবনের মানে,
স্বপ্ন ও দেয়না, ধরা ওদের চোখে, শুধুই ক্লান্তি ডেকে আনে,
ওদের চোখে দাওনা মেখে, স্বপ্নের সোনালী আলো।
ওরা জানেনা মায়ের মমতা, কেমন বাবার আদর, জানেনা তো প্রাণ খুলে হাসতে, পারেনা মানুষ হয়ে বাঁচতে
ওরা হাসতে শিখুক, ওরা বাঁচতে শিখুক, আজ হোক এই প্রত্যয়,
পথশিশু নয়, ওরা মহান মানুষ, এই হোক বড় পরিচয়
ওরা তোমাদের ভাই, তোমাদের বোন, আমাদের প্রিয়জন
তুমি যদি বাঁচো, বাঁচবে ওরা, নাও আজ এই মহাপণ
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত
নাও ডেকে ঘরে, ঘরহারাদের, পথে যাদের কাটে রাত (২)
খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার..