New Official Video 2023

Holy Tune presents Islamic Song : বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টিকরা আল্লাহু আকবার নিয়ে জাগরণী গজল । Bijoyer Dhoni । বিজয়ের ধ্বনি । কলরব   


Song : Bijoyer Dhoni

Singer : Imtiaz Masrur, Sayed Ahmad, Muhammad Badruzzaman & Yeasin Hayder

Lyric : Hossain Al Hafiz

Tune : Ahmod Abdullah

Record Label : Holy Tune Studio

Video Edit & Colour : Tawhid Jamil

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


Bijoyer Dhoni Gojol lyrics বিজয়ের ধ্বনি গজল লিরিক্স


এ ধ্বনির সুর সু-মধুর ইশকে নিলে দিল কিনারায়

হৃদয়ে সুকুন মিলে বাজলে এ সুর দূর মিনারায়।


এ ধ্বনির সুর সু-মধুর ইশকে নিলে দিল কিনারায়

হৃদয়ে সুকুন মিলে বাজলে এ সুর দূর মিনারায়।


মুমিনের কলবে বাজে, মুমিনের কলবে বাজে.. 

এ ধ্বনি লাখ লাখো বার


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 


এ ধ্বনি বস্তা আমান বাজে দূর মক্কা মিনায়

নিখিল এই তামান জাহান মুমিনের সিনাই সিনাই।

এ ধ্বনি বস্তা আমান বাজে দূর মক্কা মিনায়

নিখিল এই তামান জাহান মুমিনের সিনাই সিনাই।


ঈমানের সুর ছড়াতে, ঈমানের সুর ছড়াতে 

দিলে নূর নূর মাখবার


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 


আকাশের চাঁদ সি তারায়, জমিনের পাড়ায় পাড়ায়

এ ধ্বনি যায় নামাযে, তাহাজ্জুদের অশ্রু ধারায়..

আকাশের চাঁদ সি তারায়, জমিনের পাড়ায় পাড়ায়

এ ধ্বনি যায় নামাযে, তাহাজ্জুদের অশ্রু ধারায়..


এ ধ্বনি বিশ্বাসীদের, এ ধ্বনি বিশ্বাসীদের..

খোদার ডাকে রাত জাগবার..


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,.. 


এ সুরের, সুর ধ্বনিতে ভেঙে ঘুম অশুর পালায়

এ ধ্বনি দিল থেকে দিল বিজয়ের মশাল জ্বালায়..

এ সুরের, সুর ধ্বনিতে ভেঙে ঘুম অশুর পালায়

এ ধ্বনি দিল থেকে দিল বিজয়ের মশাল জ্বালায়..


এ ধ্বনি বিভেদ ভুলে, এ ধ্বনি বিভেদ ভুলে 

লক্ষ বুকে বুক রাখবার...


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার, 

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি #আল্লাহু আকবার, 


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,.. 


এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু আকবার,

এ ধ্বনি আল্লাহু আকবার, এ ধ্বনি আল্লাহু_আকবার

Holy Tune