SONG: BHAIA
LYRIC & TUNE: OBYDULLAH TAREK
ARTIST:
AHMAD BIN ABSAR (TAWHID)
AHNAF BIN ABSAR
(TASHRIF)
➤ লিরিক্স
ভাইয়া তোমার পথটি ধরে হাটতে শিখেছি
ভাইয়া তোমার সুরের ছোঁয়ায় জীবন গড়েছি
ও ভাইয়া ও ভাইয়া
ও ভাই।
তুমি ছিলে আমাদের বটবৃক্ষের ছায়া
তোমার বুকে মোদের জন্য ছিলো অনেক মায়া
আজ দু ভাই তোমার স্মরনে তাই তো এ গান গাই
ও ভাই।
আদর সোহাগ ভালোবাসায় করেছো মোদের যতন
বাবা মায়ের পরেই ছিলে তুমি তাদের মতন
আল্লাহ নবীকে চিনালে তুমি শিখালে সত্য বলা
শহীদ হবার বাসনা নিয়ে দ্বীনের পথে চলা
আজ ও সেই কথামালা দিয়ে কাব্য লিখে যাই
ও ভাই.....
ও ভাইয়া ও ভাইয়া
বাবা মাও তোমার জন্য চিন্তা করে রোজ
আমাদের মুখে চেয়ে করে তোমার খোঁজ
আল্লাহ তায়া’লার প্রিয় হয়ে চলে গেছো তুমি
জান্নাতে এক হয়ে সবাই দেবো তোমায় চুমি।
তুমি বিনে আমাদের হয়না থাকা ভালো
তোমার কাছেই শিখে ছিলাম জীবন মানে আলো
আজও তোমার সেই উপদেশ দুর থেকে যে পাই
ও ভাই।