SONG: BHAIA

LYRIC & TUNE: OBYDULLAH TAREK


ARTIST: 

AHMAD BIN ABSAR (TAWHID)

AHNAF BIN ABSAR

(TASHRIF)


➤ লিরিক্স


ভাইয়া তোমার পথটি ধরে হাটতে শিখেছি 

ভাইয়া তোমার সুরের ছোঁয়ায় জীবন গড়েছি 

ও ভাইয়া ও ভাইয়া 

ও ভাই। 


তুমি ছিলে আমাদের বটবৃক্ষের ছায়া 

তোমার বুকে মোদের জন্য ছিলো অনেক মায়া

আজ দু ভাই তোমার স্মরনে তাই তো এ গান গাই 

ও ভাই।


আদর সোহাগ ভালোবাসায় করেছো মোদের যতন

বাবা মায়ের পরেই ছিলে তুমি তাদের মতন

আল্লাহ নবীকে চিনালে তুমি শিখালে সত্য বলা

শহীদ হবার বাসনা নিয়ে দ্বীনের পথে চলা

আজ ও সেই কথামালা দিয়ে কাব্য লিখে যাই

ও ভাই.....

ও ভাইয়া ও ভাইয়া


বাবা মাও তোমার জন্য চিন্তা করে রোজ

আমাদের মুখে চেয়ে করে তোমার খোঁজ 

আল্লাহ তায়া’লার প্রিয় হয়ে চলে গেছো তুমি 

জান্নাতে এক হয়ে সবাই দেবো তোমায় চুমি।


তুমি বিনে আমাদের হয়না থাকা ভালো

তোমার কাছেই শিখে ছিলাম জীবন মানে আলো

আজও তোমার সেই  উপদেশ দুর থেকে যে পাই 

ও ভাই।

Saimum Shilpigosthi Official
কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন লিরিক্স Koto janajar porechi namaj diyechi koto dafon lyrics
জান্নাতি সুখ যদি চাও গো হাশোরে-jannati sukh jodi chao go hashore
নামাজকে বলো না কাজ আছে লিরিক্স
আল্লাহ তুমি দয়ার সাগর লিরিক্স- Allah tumi dyar sagor lyrics.
Tomar Preme Bekul Lyrics | তোমার প্রেমে ব্যাকুল | Abir Hasan | Kalarab Shilpigosthi
ভাবতে যখন বসি দুচোখ বুজে সান্ত্বনা সুখ পাইনে কোথাও খুঁজে । ভাবতে যখন বসি । জাইমা নূর
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
একটি বছর পরে আবার লিরিক্স- Ekti bochor pore abar lyrics
তাহাজ্জুদের গজল - জায়নামাজ | Jaynamaz - Kalarab | Official Islamic Video
আমার একটা মন ছিল । জাইমা নূর । Amar Ekta Mon Chilo । Jaima Noor