ঈদের গান | ব্যথার মাঝে ঈদ | Bether Majhe Eid | ধরায় যখন মহামারি | New Eid Song | সাইমুম শিল্পীগোষ্ঠী
ব্যথার মাঝে ঈদ
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
-------------------------------------
****** লিরিক্স ******
ধরায় যখন মহামারী
সবাই পেরেশান
এরই মাঝে ঈদ এনেছে
কুরবানির ফরমান।
ঈদ মোবারক ঈদ মোবারক
দিলেন মেহেরবান
ঘরে ঘরে আহাজারি দেখার বুঝি কেহ নাই
মুখ ফিরিয়ে সবাই গেলেও তোমার ছায়ায় পাবো ঠাই।
অসহায় এর কান্না যানি শোনেন রহমান
হাজার ব্যথার মাঝে এলো ঈদের নেয়ামাত
মহামারি নাও তুলে নাও দাও প্রভু নাযাত
তার খুশিতে কুরবানি দাও শোন প্রভুর আওবান
গরীব দুঃখীর হিস্সা দিও চাইলে রিযিক অফুরান
ঈদের খুশি ভাগ করে নাও যতো মুসলমান