ঈদের গান | ব্যথার মাঝে ঈদ | Bether Majhe Eid | ধরায় যখন মহামারি | New Eid Song | সাইমুম শিল্পীগোষ্ঠী

ব্যথার মাঝে ঈদ

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

-------------------------------------

****** লিরিক্স ******

ধরায় যখন মহামারী 

সবাই পেরেশান 

এরই মাঝে ঈদ এনেছে

কুরবানির ফরমান। 

ঈদ মোবারক ঈদ মোবারক

দিলেন মেহেরবান


ঘরে ঘরে আহাজারি দেখার বুঝি কেহ নাই

মুখ ফিরিয়ে সবাই গেলেও তোমার ছায়ায় পাবো ঠাই।

অসহায় এর কান্না যানি শোনেন রহমান


হাজার ব্যথার মাঝে এলো ঈদের নেয়ামাত 

মহামারি নাও তুলে নাও দাও প্রভু নাযাত


তার খুশিতে কুরবানি দাও শোন প্রভুর আওবান

গরীব দুঃখীর হিস্সা দিও চাইলে রিযিক অফুরান

ঈদের খুশি ভাগ করে নাও যতো মুসলমান

মনটা যদি হইতো পূবাল হাওয়া লিরিক্স-Monta Jodi Hoito Pubal Hawa
মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর লিরিক্স- Ma chhara duniyay Lyrics
জুনাইদ জমশেদ (রহঃ) এর জীবনী-Biography of Junaid Jamshed
একা আজ এই কবরে- Aka Aj Ai Kobore
একি বন্যা এলো রে- Aki Bonnya Elo Re
হামি ডাকছি তোমাকে, ইসলামের উঁচা ঘাঁটার দিকে -জাইমা নূর
Amra Rojadar । আমরা রোজাদার । শিশুশিল্পীদের রমজানের গজল । Kalarab New Ramadan Song
খুকু যাবে চাঁদের গাঁয়ে-khuku jabe chader gaye
কার কতটা ঈমান আছে লিরিক্স -Kar Kotota Iman Ache lyrics
হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics