গান: বাবা সপ্ত-সমুদ্দুর
কথাঃ নূরুজ্জামান শাহ্
সুরঃ নিয়ামুল হোসাইন
শিল্পীঃ সানজিদা বিনতে জাকির
ও নওশিন সাদিয়া
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী
➤ লিরিক্স ➤
----------------------------------------------------------------
বাবা কী আর গানের কলি
সামান্য এক সুর-
বাবা হলেন তেরো নদী
সপ্ত সমুদ্দুর।।
যায় না পাওয়া তল খুঁজে তার
বুকে অথই জল
কেউ দেখিনি বাবার চোখে
অশ্রু টলোমল!
বাবা মানে ঘোর বিপদেও
হিমালয়ের চূড়।।
গাইতে পারি ক'জনে তাঁর
আদর্শ সংগীত
বাবা মানে নৈতিকতার
পাঠে প্রথম ভিত!
একটা পুরো আকাশ পাবে
বাবার বুকে ঠাঁই
এমন জাদুকরের দেখা
কোথায় গেলে পাই?
বাবা মানে অন্ধকারেও
এক মুঠো রোদ্দুর।।