গান: বাবা সপ্ত-সমুদ্দুর

কথাঃ নূরুজ্জামান শাহ্

সুরঃ নিয়ামুল হোসাইন 

শিল্পীঃ সানজিদা বিনতে জাকির 

      ও নওশিন সাদিয়া

পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী


➤ লিরিক্স ➤

----------------------------------------------------------------

বাবা কী আর গানের কলি

সামান্য এক সুর-

বাবা হলেন তেরো নদী

সপ্ত সমুদ্দুর।।


যায় না পাওয়া তল খুঁজে তার

বুকে অথই জল

কেউ দেখিনি বাবার চোখে

অশ্রু টলোমল!

বাবা মানে ঘোর বিপদেও

হিমালয়ের চূড়।।


গাইতে পারি ক'জনে তাঁর

আদর্শ সংগীত

বাবা মানে নৈতিকতার

পাঠে প্রথম ভিত!


একটা পুরো আকাশ পাবে

বাবার বুকে ঠাঁই

এমন জাদুকরের দেখা

কোথায় গেলে পাই?

বাবা মানে অন্ধকারেও

এক মুঠো রোদ্দুর।।


Saimum Shilpigosthi Official
এখন আর কেউ বলেনা | Adorini Ma lyrics | সাইমুম
কারবালার সেরা গজল - Baby Najnin - কাঁদে আসমান জমিন - New Muharram Kalam
ইসলামী হুকুমত-কবি মুহিব খান
পথশিশু নয় ওরা ফুলশিশু লিরিক্স -Potho Shishu Gojol Lyrics
চলো মাগো নিয়ে আমায় - Cholo Mago Niye Amai
ইয়াসের তোলপাড় করা গজল - Baby Najnin - আল্লাহ্ তোমার দয়া কত - New Official Video
মাহে রমজান তোমাকে সালাম-Mahe Ramzan Tomake Salam
আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারিনা লিরিক্স-Ami Khudro Tai Lyrics
কবরের গজল । Apon Ghor । আপন ঘর । New Bangla Islamic Song
আমার চলার প্রতি কদম প্রতি পদে পদে লিরিক্স-Shukria Meherban Lyrics