Holy Tune presents Islamic Song : যে গজল কাঁদাবে সবাইকে । Baba Mane...। বাবা মানে...। Hujaifa Islam । বাবা গজল । Baba Song 2022
Song : Baba Mane...
Lyric : Alamgir Hossain
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Video Director : H Al Haadi
Mentor : Sayed Ahmad, Muhammad Badruzzaman
লিরিক্স
বাবা মানে তক্তরোদে, মেঘের মতো ছায়া
কালবৈশাখী ঝড়ের মাঝে, আগলে রাখা কায়া।
বাবা মানে তক্তরোদে, মেঘের মতো ছায়া
কালবৈশাখী ঝড়ের মাঝে, আগলে রাখা কায়া।
বাবা মানে সন্তানেরই নিরাপত্তার চাদর,
জীবন জুড়ে ভালোবাসার অফুরন্ত আদর।
বাবা ও আমার বাবা~~
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর
তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শিখার দিন,
এই জীবনে শোধ হবেনা তোমার দেয়া ঋণ।
তোমার থেকে শিখছি বাবা, বিশ্বজয়ের গান
জীবন জুড়ে আলো আমার, তোমার অবদান।
তোমার কাছে প্রথম বাবা হাঁটতে শিখার দিন,
এই জীবনে শোধ হবেনা তোমার দেয়া ঋণ।
তোমার থেকে শিখছি বাবা, বিশ্বজয়ের গান
জীবন জুড়ে আলোয় আমার, তোমার অবদান।
মরু ভূমির তপ্ত তটে তুমি সবুজ পর,
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর
বাবা ও আমার বাবা~~
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর(২)
বিপদকালে মুসিবতে ভরসাতে প্রায়,
সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান।
জায়নামাজের বিছানাতে ইমামতির কাজ
তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার তাজ।
বিপদকালে মুসিবতে ভরসাতে প্রায়,
সহজ সরল ভাষায় বাবা সঠিক সমাধান।
জায়নামাজের বিছানাতে ইমামতির কাজ
তুমি আমার প্রথম ইমাম তুমি মাথার তাজ।
সেই আদর্শ করছি লালন,আমার বুকের ধন
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর
বাবা ও আমার বাবা~~
কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর(৩)