আজান হবে | Azan Hobe
কথাঃ খোরশেদ আলম
সুরঃ আবদুল্লাহ আল নোমান
-------------------------------------
****** লিরিক্স ******
আযান হবে আযান হবে
আযান হবে সবখানে
আযান হবে পাহাড় নদী
সাগর কিবা ময়দানে।
আযান হবে বেলাল সুরে
মুয়াজ্জিনের ঐ টানে ।।
আযান হবে এই পৃথিবীর
আছে যতো বন্দরে,
আযান হবে খোলা মাঠে
বাহির কিবা অন্দরে।
আযান হবে আযান হবে
নতুন দিনের সন্ধানে।।
আযান হবে ফজর জোহর
আসর এবং মাগরিবে,
আযান হবে এশা আরো
আযান হবে গৌরবে।
আযান হবে দুনিয়া জুড়ে
মহান রবের সম্মানে।।