আজান হবে | Azan Hobe

কথাঃ খোরশেদ আলম

সুরঃ আবদুল্লাহ আল নোমান 

-------------------------------------

****** লিরিক্স ******


আযান হবে আযান হবে

আযান হবে সবখানে

আযান হবে পাহাড় নদী 

সাগর কিবা ময়দানে।

আযান হবে বেলাল সুরে

মুয়াজ্জিনের ঐ টানে ।।


আযান হবে এই পৃথিবীর 

আছে যতো বন্দরে,

আযান হবে খোলা মাঠে 

বাহির কিবা অন্দরে।

আযান হবে আযান হবে

নতুন দিনের সন্ধানে।।


আযান হবে ফজর জোহর

আসর এবং মাগরিবে,

আযান হবে এশা আরো

আযান হবে গৌরবে।

আযান হবে দুনিয়া জুড়ে

মহান রবের সম্মানে।।

আপন কেউ তো নয়- Apon Keu To Noi
আমার নবীকে যে ভালোবাসে -Amar Nabi K J Valobase
Elo Prio Ramjan । Muhammad Badruzzaman | এলো প্রিয় রমজান । Ramadan Song
তুমি ছাড়া বাবা আমার । জাইমা নূর । Baba Amar । Jaima Noor
বই পড় ভাই বই পড় লিরিক্স Boi Poro Vai Boi Poro
এ আকাশ মেঘে ঢাকা রবে না লিরিক্স -Ei Akash Meghe Dhaka Lyrics
দারুণ একটি দেশের গান । Ei Padma Ei Maghna । Fazle Elahi Sakib
হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে-Tora Dekhe Ja Amina Mayer Kole
আল্লাহ মহান তুনি মালিক করি তোমার গুনগান-allah mohan tumi malik kori tomar gunogan