Astagfirullah

Singer: Ahmod Abdullah & Mahfuzul Alam

Lyric & Tune: Ahmod Abdullah 

Music Direction: Tanzim Reja 

Record Label: Holy Tune Studio 

Video Direction: H Al Hadi 

বিপদে চলে চলার পথ হয়েছেই অনেক যাবত




আসল পথে চলার এবার দীলের করো মেরামত 




আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।




পড়েছিতো প্রলোভনে প্রতিদিনই ভুল পথে _ _পা বাড়ায় 

আমি জানি জানি _আমি মানি মানি




অল্প অল্প করে তোমার থেকে দূরে হারাই

যে পথ তোমার আমার নয় 


তুমি ছাড়া যে পথ শেষ হয় 

সেই পথে নিও না তুমি আল্লাহ 

আস্তাগফিরুল্লাহ _ _আস্তাগফিরুল্লাহ   

দু'চোখের পাতাতে তোমার দেয়া আলোতে 

চিনিনি _চলিনি তোমার কথাতে 


হৃদয়ের পাড়াতে _আলোর ফুল সাজাতে 


পারিনি _পারিনি তোমায় জড়াতে 

(-তোমার কাছে চাই পানা _তুমি ছাড়া নাই জানা )  


কোথায় যাব আমি আল্লাহ _ _ _ _

আস্তাগফিরুল্লাহ _ _আস্তাগফিরুল্লাহ   

অকারন ছুটাতে তোমায় কত শুরতে 

রাখিনি _বাদিনী প্রেমের সুতোতে 

নিজেকে গোছাতে সময় ছিল দু'হাতে 


থামেনি _জানিনি তোমায় কুড়োতে _ _

(_ফেরার পথে দৌড় গড়ায় 

কখন আমার পথ ফুরায় ) 


আর যিসু নো বুকের আল্লাহ )


আস্তাগফিরুল্লাহ _ _আস্তাগফিরুল্লাহ

Holy Tune
দাজ্জাল চোখে দেখিনায়-Dajjal Chokhe Dekhinai
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে | Friday Song | Jummah Mubarak |Saimum lyrics
নবী দিবসের সেরা গজল | Baby Najnin | দোনোজাহান মেতে উঠেছে | New Gojol 2021
ও রোজাদার যারা আছো তারা সুনে নেও- o rojadar jara aso tara sune neo
এ আকাশ মেঘে ঢাকা রবে না লিরিক্স -Ei Akash Meghe Dhaka Lyrics
আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে-Aj Anondo Proti Prane Prane
দুনিয়ার আগুনে হাত রেখে দেখো- লিরিক্স
আয় সবে আয় ভুলবো আজি - লিরিক্স MOTOVED || MUNAEM BILLAH
হৃদয় জুড়ে তোমারি প্রেম-Hridoy Jure Tomari Prem
তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স । Tumi Acho Ridoyer Govire Lyrics