আগুন লেগেছে মনে লেগেছে জীবনে - আবু উবায়দা

Lyric, Tune, Voice & Music Producer: Abu Ubayda

Supervised by : Piash Mia


আগুন লেগেছে মনে

লেগেছে জীবনে

কি কঠিন দিন

করছে সঙিন

পোড়া পরিবার জানে

পুড়ে হলো যার ছাই

দুখি তার মতো কেউ নাই

কি করে ঘুমায়

তার সজন আজ

আমার তো জানা নাই

যার ঝলসে গেছে শরীর

তার ব্যথা আমি বুঝি না

যে হারালো বুকের ধন

তার ক্ষত আমি দেখি না


কেউ চোখ মুছে কেউ চোখ বুঝে

কান্নার রুলে ব্যস্ত

কেউ কাতরায় অতি মাত্রায়

কেউ হয় হেনস্ত

কারো বাবা আর কারো স্বামী হায়

কারো ছোট বড় ভাই

হাতে ছবি নিয়ে শুধু কেঁদে বলে

সে তো আর নাই

আজ আকাশে বাতাসে শুধু

মানুষের পোড়া গন্ধ

লাশের সারি বাড়ছে

আগুন হয় না বন্ধ

মানুষ হবো সবার সেরা | Manush Hobo Sobar Sera lyrics | Saimum | সাইমুম
কবরের গজল । Apon Ghor । আপন ঘর । New Bangla Islamic Song
আলহামদুলিল্লাহ । জাইমা নূর
ও মোর আম্মিজান - O Mor Ammijan
কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি লিরিক্স-Ke Gorechen Akash Mati
নবী আমি তোমার ছবি আঁকি দিলেতে- Nabi Ami Tomar Chobi aki dilete
কবরের জীবন নিয়ে নাশীদ লিরিক্স-Kobor Gojol Iqbal HJ
দূর আকাশে চাঁদ উঠেছে এলো খুশির ঈদ - জাইমা নূর
মুহাম্মাদ নাবীয়ানা লিরিক্স - Muhammad Nabiyana: Jaima Noor
আমার প্রিয় বাবা আমি লিরিক্স-Notun Chader Hasi Lyrics