আগুন লেগেছে মনে লেগেছে জীবনে - আবু উবায়দা
Lyric, Tune, Voice & Music Producer: Abu Ubayda
Supervised by : Piash Mia
আগুন লেগেছে মনে
লেগেছে জীবনে
কি কঠিন দিন
করছে সঙিন
পোড়া পরিবার জানে
পুড়ে হলো যার ছাই
দুখি তার মতো কেউ নাই
কি করে ঘুমায়
তার সজন আজ
আমার তো জানা নাই
যার ঝলসে গেছে শরীর
তার ব্যথা আমি বুঝি না
যে হারালো বুকের ধন
তার ক্ষত আমি দেখি না
কেউ চোখ মুছে কেউ চোখ বুঝে
কান্নার রুলে ব্যস্ত
কেউ কাতরায় অতি মাত্রায়
কেউ হয় হেনস্ত
কারো বাবা আর কারো স্বামী হায়
কারো ছোট বড় ভাই
হাতে ছবি নিয়ে শুধু কেঁদে বলে
সে তো আর নাই
আজ আকাশে বাতাসে শুধু
মানুষের পোড়া গন্ধ
লাশের সারি বাড়ছে
আগুন হয় না বন্ধ